ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব গেমস সফল করতে বিওএর মতবিনিময়

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ডিসেম্বর ২০১৭

যুব গেমস সফল করতে বিওএর মতবিনিময়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জয় হোক জয়/সবখানে চাই খুশির পরিবেশ/বিশ্বজয়ের স্বপ্ন দেখা/আমার বাংলাদেশ।’ বৃহস্পতিবার শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের পদ্মা লাউঞ্জে একটি ব্যানারে এমনই কিছু কথা দেখা গেল। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলসহ বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সম্পাদক এবং ক্রীড়া সাংবাদিকরা। এই মতবিনিময় সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল : আসন্ন বাংলাদেশ যুব গেমস সফল ও সুষ্ঠুভাবে আয়োজনে মিডিয়ার পরামর্শ। উপস্থিত সাংবাদিকরা পরামর্শ দেয়ার পাশাপাশি অবশ্য নানা প্রশ্নবাণে জর্জরিত করারও চেষ্টা করেছেন আয়োজকদের। এই গেমসের উদ্দেশ্য হচ্ছে সব ডিসিপ্লিনেই জাতীয় যুব দল তৈরি করা। যুব গেমস অনুষ্ঠিত হবে চার বছর পরপর। বাংলাদেশ গেমসও তাই। সে অনুযায়ী বাংলাদেশ গেমস ২০১৭ সালেই আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু যুব গেমসের কারণে তা এবার হচ্ছে না। এটি হবে ২০১৯ সালে। শাহেদ রেজা বলেন, ‘আমি এই গেমস আয়োজন নিয়ে খুবই আশাবাদী। এই গেমসের মাধ্যমে শুধু খেলোয়াড়ই নয়, এদের পাশাপাশি বের হয়ে আসবে দক্ষ সংগঠকরাও। এটি হতে যাচ্ছে প্রথম আসর। তাই কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। শুরুটা তো করতে হবে।’ উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ যুব গেমস্-২০১৮’র বার্তা দেয় বিওএ। ২১ ডিসিপ্লিনে প্রথমবারের মতো অনুর্ধ-১৭ বছরের ক্রীড়াবিদদের জন্য অনুষ্ঠেয় দেশের বৃহত্তম এই ক্রীড়া আসরে ২৩ হাজার ২১০ ক্রীড়াবিদ অংশ নেবে। ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং ক্রীড়া সংগঠক মিলে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে উপস্থিতি থাকছে ৪৮ হাজার ১১৮ জন। দেশের সব জেলা, উপজেলা, বিভাগের অংশগ্রহণে এই গেমস আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছে বাংলাদেশ যুব গেমস সাংগঠনিক কমিটি। এই গেমসের ব্যাপকতায় দেশের ২০ খ্যাতনামা ক্রীড়াবিদকে শুভেচ্ছাদূত হিসেবে সম্পৃক্ত করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ৬৪ জেলায় মশাল র‌্যালির মাধ্যমে গেমসের যুব গেমসের উত্তাপ ছড়িয়ে দেবে বিওএ। প্রতিটি ভেন্যুতে মশাল প্রজ্বলনের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর সব জেলায় একসঙ্গে পর্দা উঠবে যুব গেমসের। ইতোমধ্যে জেলা পর্যায়ে যুব গেমস সুষ্ঠুভাবে আয়োজনে অনুমোদিত বাজেটের ৮০ শতাংশ অর্থ ২ কিস্তিতে ছাড় দেয়া হয়েছে। এই গেমসে সরাসরি সম্পৃক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গেমসের প্রধান পৃষ্ঠপোষক তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৫১ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক কমিটিও গঠিত হয়েছে। এই গেমসে দলগত ইভেন্টে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ফুটবলাররা। ৩৬০ উপজেলার ৫০৪০ ফুটবলার। এরপরই কাবাডির স্থান। ৩২০ উপজেলার ৩২০০ কাবাডি খেলোয়াড়। ব্যক্তিগত ডিসিপ্লিনে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে ৪৪১০ এ্যাথলেট অংশ নিচ্ছে। এই ডিসিপ্লিনে অংশ নিচ্ছে ৩১৫ উপজেলা। সাঁতারে ১৯৮৮ উপজেলার ২৬৩২ সাঁতারু অংশ নিচ্ছে।
×