ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন জাতি ক্রিকেট সিরিজের সময়সূচী

প্রকাশিত: ০৪:৪১, ১৫ ডিসেম্বর ২০১৭

তিন জাতি ক্রিকেট সিরিজের সময়সূচী

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের সঙ্গে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজগুলোর সূচী চূড়ান্ত হয়ে গেছে। জানুয়ারির ১৫ তারিখ বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে তিনজাতি ওয়ানডে সিরিজটি শুরু হবে। এরপর এক এক করে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুই দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে ২৭ জানুয়ারি সেই দুই দল ফাইনালে লড়াই করবে। তিনজাতি সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রিতে হবে ম্যাচ। তিনজাতি সিরিজ শুরুর আগে ১২ জানুয়ারি জিম্বাবুইয়ে একাদশের বিপক্ষে বাংলাদেশ একাদশের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ তিনজাতি সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের আগে কোন প্রস্তুতি ম্যাচ নেই। টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ও ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি২০ ম্যাচগুলোও দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। তিনজাতি সিরিজটি হবে তা আগেই জানা ছিল। তবে সিরিজের ম্যাচগুলো টি২০ ফরমেটে হবে সেটাও জানা ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যে সূচী দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ওয়ানডে ফরমেটে হবে তিনজাতি সিরিজের খেলা। এ সিরিজে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সিরিজের খেলা শেষে যে দুটি দল পয়েন্ট তালিকার উর্ধে থাকবে তারাই ফাইনালে খেলবে। একটি দল ফাইনালে খেলতে পারবে না। এ তিনজাতি সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুইয়ে দল ঢাকায় পা রাখবে। তবে দলের কয়েকজন ক্রিকেটার ১৩ জানুয়ারিতেও আসবে। এই দিনে শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা ঢাকায় পা রাখবে। জিম্বাবুইয়ে ক্রিকেটাররা তিনজাতি সিরিজ শেষেই চলে যাবে। তবে শ্রীলঙ্কার সব ক্রিকেটার তিনজাতি সিরিজ শেষে চলে যেতে পারবেন না। যারা ওয়ানডে দলে থাকবেন তারা চলে যাবেন। যারা টেস্ট দলে থাকবেন তারা ঢাকায় আসবেন। তিনজাতি সিরিজ শেষেই যে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হবে। ওয়ানডে সিরিজ তারিখ প্রতিপক্ষ ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ২৭ জানুয়ারি পয়েন্টের শীর্ষ দুই দল * সব ম্যাচ দিবারাত্রির, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ তারিখ টেস্ট ভেন্যু ৩১ জানুয়ারি প্রথম চট্টগ্রাম ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় মিরপুর বাংলাদেশ-শ্রীলঙ্কা টি২০ সিরিজ তারিখ টি২০ ভেন্যু ১৫ ফেব্রুয়ারি প্রথম মিরপুর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সিলেট
×