ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা ক্লাব বিশ্বকাপে ৬ গোল করে মেসি-দেলগাদো-সুয়ারেজকে ছাড়িয়ে গেলেন সি আর সেভেন

সবার ওপরে রোনাল্ডো

প্রকাশিত: ০৪:৪০, ১৫ ডিসেম্বর ২০১৭

সবার ওপরে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা দুর্দান্ত কাটছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গত সপ্তাহেই ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান সি আর সেভেন। এরপর সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে স্বরূপে ফেরেন স্প্যানিশ লা লিগাতেও। বুধবার ফিফা ক্লাব বিশ্বকাপের গোল করলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের করে নেন ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার। পাঁচ গোল করে ফিফা ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতদিন ভাগ করে নিয়েছিলেন লিওনেল মেসি, সিজার দেলগাদো এবং লুইস সুয়ারেজ। অবশেষে সেই রেকর্ডটাকে এককভাবেই নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো। বুধবার টুর্নামেন্টের সেমিফাইনালে আল-জাজিরার বিপক্ষে গোল করার সৌজন্যে সি আর সেভেনই এখন ফিফা ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ ছয় গোলদাতার মালিক। কোচ হিসেবে জিনেদিন জিদান যোগ দেয়ার পর থেকেই উড়ছে রিয়াল। বিশেষ করে গত মৌসুমটাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তার শিষ্যরা। এই সময় চারটি শিরোপার স্বাদ পায় স্পেনের জায়ান্ট ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লীগের যুগে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুইবার ইউরোপ সেরার মুকুট জেতে রিয়াল। সেই সঙ্গে লা লিগার শিরোপাও পুনরুদ্ধার করে লস ব্ল্যাঙ্কোসরা। যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু নতুন মৌসুমেই যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সি আর সেভেন। বিশেষ করে লা লিগায়। চ্যাম্পিয়ন্স লীগের শুরু থেকেই উড়তে থাকা রোনাল্ডো মৌসুমের প্রথম ১০ ম্যাচ খেলে মাত্র দুই গোল করেন প্রতিপক্ষের জালে। অবশেষে ব্যালন ডি’অর জয়ের পরই যেন ছন্দে ফেরার ইঙ্গিত দেন সি আর সেভেন। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষেই একাই দুই গোল করেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্লাব বিশ্বকাপেও। বুধবার নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের সেমিফাইনালে আল-জাজিরার মুখোমুখি হয় জিদানের দল। কিন্তু ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে সফরকারীরা। আর সেই সময়েই দারুণ এক গোল করে মাদ্রিদকে সমতায় ফেরানোর কাজটা করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে তার গোলেই মান রক্ষা হয় আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। আর এই গোল করেই মেসি-সুয়ারেজ ও দেলগাদোকে ছাড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ছয় গোল করে রেকর্ডটাকে নিজের করে নেন সি আর সেভেন। শনিবার ফাইনালে গ্রেমিও’র বিপক্ষে গোল করলে রোনাল্ডো ছাড়িয়ে যাবেন শুধুই নিজেকে। সেই ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে টানা দুইবার এই টুর্নামেন্ট জয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়বে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, একই বছরে পাঁচটি শিরোপা জয়ের রেকর্ড গড়ারও সুবর্ণ সুযোগ এখন জিনেদিন জিদানের সামনে।
×