ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৪:৪০, ১৫ ডিসেম্বর ২০১৭

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ কষ্টের জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার আল-জাজিরার বিপক্ষে পিছিয়ে পড়ার পরও স্প্যানিশ জায়ান্টকে জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর গ্যারেথ বেল। দলের সেরা দুই তারকার দুই গোলের সৌজন্যেই এদিন রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে পরাজিত করে সংযুক্ত আরব আমিরাতের চ্যাম্পিয়ন আল-জাজিরাকে। এর ফলে শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে গ্রেমিরও মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবার সরাসরি সেমিফাইনালে অংশ নেয় রিয়াল। যেখানে তাদের প্রতিপক্ষ আল-জাজিরা। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ই আধিপত্য দেখিয়েছে রামোস-রোনাল্ডোরা। কিন্তু তারপরও প্রথমার্ধে রোমারিনহোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও উভয় দলের পক্ষেই একটি করে গোল ভিডিও এ্যাসিসটেন্ট রেফারির সহায়তায় বাতিল করা হয়েছে। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে মাদ্রিদকে সমতায় ফেরান রোনাল্ডো। আর ৮১ মিনিটে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি করেন গ্যারেথ বেল। স্বাগতিক দল হিসেবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় আল-জাজিরা। শেষ চারেই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় রিয়াল। তবে শক্তিশালী রিয়ালের বিপক্ষেও অসাধারণ পারফর্মেন্স উপহার দেয় সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করার পর দ্বিতীয়ার্ধে আর নিজেদের ধরে রাখতে পারেনি। গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধের পাঁচ গোলের সৌজন্যেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। যে কারণেই আল-জাজিরাকে উড়িয়ে দিবে বলেই ধারণা করেছিল অনেকেই। কিন্তু শেষ চারের গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরু থেকে তেমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। এর পেছনে কৃতিত্ব দিতে হবে আল-জাজিরার গোলরক্ষক আলি খাসেইফের অসাধারণ কিছু সেভ। এই ম্যাচে তিনি একে একে রোনাল্ডো, লুকা মডরিচ এবং বেনজেমাদের হতাশ করেছেন তিনি। তবে কাসেমিরোর হেড ডিফ্লেকটেড হয়ে খাসেইফকে পরাস্ত করলেও ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে চার মিনিট বিলম্ব করে ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিচ্চি ঘোষণা দেন বেনজেমার অবস্থান অফসাইডে ছিল। যদিও বেনজেমা বারবার জানিয়েছেন তিনি এ সময় খেলাকে কোন ধরনের প্রভাবিত করেননি। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদ এদিন আল-জাজিরার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ১৮টি শট নেয়। কিন্তু কোন গোলের দেখা পায়নি জিদানের শিষ্যরা। বরং উল্টো কাউন্টার এ্যাটাক থেকে ৪১ মিনিটে রিয়াল ডিফেন্সকে পরাস্ত করে রোমারিনহো গোল করে বসলে এগিয়ে যায় আল-জাজিরা। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যে এমবার্ক বোসুফা গোল করে চমকে দেন গোটা ফুটবল দুনিয়াকেই। তবে ভিএআর প্রযুক্তির কল্যাণে সেবার রক্ষা পায় মাদ্রিদ। তার আট মিনিট পর মডরিচের পাস থেকে রোনাল্ডো ইনজুরি আক্রান্ত খাসেইফের স্থানে খেলতে নামা খালেদ আল সেনানিকে পরাস্ত করলে সমতায় ফেরে রিয়াল। আর ম্যাচের বয়স যখন ৮১ মিনিট তখন লুকাস ভাসকুয়েজের কাটব্যাক থেকে দারুণ এক গোল করে রিয়াল শিবিরে স্বস্তি ফেরান করিম বেনজেমার বদলি হিসেবে খেলতে নামা গ্যারেথ বেল। একই সঙ্গে হতাশ হতে হয় স্বাগতিক আল-জাজিরাকে। দীর্ঘদিনের পেশির সমস্যার কারণে সেপ্টেম্বরের পর এই নিয়ে দ্বিতীয় ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন বেল। করিম বেনজেমার পরিবর্তে মাঠে নেমেই গোল পান তিনি। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন রিয়ালের ওয়েলস তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচে গোল পাওয়াটা অসাধারণ বিষয়। বিশেষ করে বদলি বেঞ্চ থেকে উঠে আসলে দায়িত্বটা একটু বেশি থাকে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাকে ধৈর্য ধরতে হবে। আমার কিছু সমস্যা রয়েছে যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। নিজের শরীরের প্রতি মনোযোগী হতে হবে।’ ভিএআর প্রযুুক্তির ব্যবহার সম্পর্কে তার অভিমত, ‘সত্যি কথা বলতে কি আমি এটা মোটেও পছন্দ করি না। অবশ্যই সকলে চাইবে সঠিক সিদ্ধান্ত নিতে। আমার কাছে মনে হয় এটা ছাড়াই ফুটবলের আবহটা সুন্দর ছিল।’
×