ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদোন্নতির যোগ্যতা অপরিবর্তিত রাখার দাবি সচিবালয় কর্মীদের

প্রকাশিত: ০৪:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

পদোন্নতির যোগ্যতা অপরিবর্তিত রাখার দাবি সচিবালয় কর্মীদের

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ এর আলেকে পদোন্নতির যোগ্যতা অপরিবর্তীত রাখার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ লক্ষ্যে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাত করলে তিনি আশ্বস্ত করে অপরিবর্তিত রাখার নির্দেশ দেন। সচিবের অনুপস্থিতে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত না করে তাতে স্বাক্ষর করিয়ে পিএসসিতে তা পাঠিয়ে দেয়। এ নিয়ে এই কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ণিত ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ হতে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতির ক্ষেত্রে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত যোগ্যতা অপরিবর্তিত রাখা এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ‘অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকদের’ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক/সমমান ডিগ্রী’ নির্ধারণপূর্বক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বৈষম্য দূর করার দাবি জানায়। সচিবালয়ে কর্মরত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরগণ তাদের দাবিসমূহ আবেদনসহ জনপ্রশাসন মন্ত্রণালেয়ের সিনিয়র সচিব সঙ্গে সাক্ষাত করেন।
×