ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিডি অটোকারের প্রত্যেক পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৪:২৪, ১৫ ডিসেম্বর ২০১৭

বিডি অটোকারের প্রত্যেক পরিচালককে জরিমানা

আর্থিক হিসাবে অনিয়মের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারের প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির ২০১৩-১৪ অর্থবছরের আর্থিক হিসাবে বাংলাদেশ হিসাব মান (বিএএস) লংঘন করা হয়েছে। এক্ষেত্রে প্রিলিমিনারি ব্যয়, ডেফার্ড রেভিনিউ ব্যয়, আন এ্যালোকেটেড ব্যয় ও শেষার্ধে ক্রয়কৃত সম্পদের উপর অবচয় গণনায় বিএএস পরিপালন করা হয়নি। এছাড়া ব্যয়জনিত ৬৩ লাখ ৮৪ হাজার টাকার দায়, ২০১২-১৩ অর্থবছরের তুলনামূলক ৫২ লাখ ৩২ হাজার টাকার দায় এবং বিক্রয় ও অন্যান্য আয় থেকে ৭ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আদায়ে কোন তথ্য না দিয়ে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১১(২) ভঙ্গ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×