ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৪:২৪, ১৫ ডিসেম্বর ২০১৭

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৭০০ কোটি টাকার কুপন বিয়ারিং নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৬১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অনুমোদিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড, ফুললি রিডেম্বাল, সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি সাত বছরে সম্পূর্ণ রিডেম্পশন হবে। শুধু ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×