ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৩:৫০, ১৫ ডিসেম্বর ২০১৭

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ ডিসেম্বর ॥ নগরকান্দায় জমির সীমানা নির্ধারণজনিত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের নয়টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়ার সঙ্গে আওয়ামী লীগ সমর্থক ও পুরাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান ফকিরের বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবহান মিয়ার কাছে পরাজিত হওয়ার পর এ বিরোধ তুঙ্গে ওঠে। মেহেরদিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়ার সমর্থক মিলু মাতুব্বর ও আব্দুল মান্নান ফকিরের সমর্থক পৈলান খানের সঙ্গে জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে মিলু মাতুব্বরের সঙ্গে পৈলান খানের ভাই হেলাল খানের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে দুই পক্ষের পাঁচ/ছয়শত ব্যক্তি দেশীয় অস্ত্র ঢাল-সুড়কি, বল্লম, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় অর্ধশত সমর্থক আহত হয়। এ সময় উভয় পক্ষের নয়টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে নগরকান্দা থানার পুলিশ উপস্থিত হয়ে প্রথমে লাঠিপেটা ও পরে শর্টগানের ছয়টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৩৫ জনকে নগরকান্দা ও মুকসুদপুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইস্রাইল খান, ইউনুস খান ও শাহিন মাতুব্বরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ সম্পর্কে আব্দুস সোবহান মিয়া জানান, মান্নান ফকিরের নেতৃত্বে পাশ্ববর্তী দফা গ্রাম থেকে প্রায় দুইশত লোক এসে মেহেরদিয়া গ্রামে তা-বলীলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করে নেয়।
×