ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মসজিদে প্রহরীর গলা কাটা লাশ

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে মসজিদে প্রহরীর গলা কাটা লাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বৃহস্পতিবার নির্মাণাধীন একটি মসজিদ থেকে ওই মসজিদেরই প্রহরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল মোতালেব মিয়া (৬৮)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাগতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকায় ফাইজুর রহমানের বাড়ি ভাড়া থাকতেন মোতালেব মিয়া। তিনি এলাকায় পরিত্যক্ত বোতল ও মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন। সপ্তাহখানেক আগে তাকে স্থানীয় নির্মাণাধীন সরকারবাড়ি জামে মসজিদে প্রহরী হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে মোতালেব বাসা থেকে বের হয়ে মসজিদে চলে যান। বৃহস্পতিবার ভোরে মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে মসজিদের ভিতরে মোতালিবের গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে শ্রীপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম রিনা আক্তার (৩৫)। সে শ্রীপুরের কেওয়া পূর্বখ- গ্রামের বাবুলের স্ত্রী এবং গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের আব্দুল গফুর মোল্লার মেয়ে। শ্রীপুর মডেল থানার এসআই খায়রুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বাবুলের সঙ্গে তার স্ত্রী রিনা আক্তারের ঝগড়া বিবাদ চলে আসছিল। বাবুলের একাধিক স্ত্রী রয়েছে। বুধবার রাতে স্বামীর বাড়িতে ঘরের চৌকির ওপর রিনার লাশ দেখতে পায় বাড়ির লোকজন। যশোরে ঠিকাদার স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেললাইনের পাশ থেকে ঠিকাদার তন্ময় কুমার নন্দীর (৩৫) লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাঙ্গাগেট এলাকায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষাণা করেন। হাসপাতালে উপস্থিত মৃত তন্ময় কুমার নন্দীর বাবা বাবলু নন্দী জানান, আমার ছেলে তন্ময় নন্দী যশোরে ঠিকাদারী কাজ করে। সে সকালে বেজপাড়ায় বসবাসরত বাড়ি থেকে নওয়াপাড়ার উদ্দেশে বের হয়। মাদারীপুরে যুবককে শ্বাসরোধে হত্যা নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে নাসিরউদ্দিন শেখ (২৭) নামে এক যুবককে শ^াসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, মোল্লাকান্দি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে নাসিরউদ্দিন শেখ বুধবার রাত দশটার দিকে পশ্চিম রাজৈর গ্রামে শ্বশুরবাড়ী যায়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে শ^শুরবাড়ির লোকজন ফোন করে বলে নাসির মাতলামি করছে। এরপর তাদের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তার বোন নিজ বসত ঘরের পিছনে গেলে নাসিরকে একটি গাছের সাথে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় দেখতে পায়। কাছে গিয়ে মৃত দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মাদারীপুর মর্গে পাঠায়। নাসিরের সঙ্গে তার শ^শুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরে এ হত্যাকা- হতে পারে বলে এলাকাবাসীর ধারণা। নাসির ৭/৮ মাস আগে পরিবারের অমতে প্রেম করে পশ্চিম রাজৈর গ্রামের ইউনুস আকনের মেয়ে শিউলিকে বিয়ে করে। এ বিয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
×