ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে আউটলেট খুলছে গুগল

প্রকাশিত: ০৩:৩২, ১৫ ডিসেম্বর ২০১৭

চীনে আউটলেট খুলছে গুগল

বেজিংয়ে একটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) আউটলেট খোলার ঘোষণা দিয়েছে গুগল। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং, স্ব চালিত গাড়ি, অটোমেটেড ফ্যাক্টরি, প্রডাক্ট ট্রান্সলেশান ও ফেসিয়াল রিকগনিশনের কাজে ব্যবহৃত হয় যে কারণে চীনে এর প্রচুর চাহিদা রয়েছে। চীনের বাজারে মাইক্রোসফট, ফেসবুক, আলিবাবা, টেনসেন্ট এবং বাইদুরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। -বিবিসি প্রথম মিস জার্মানি ইহুদী প্রথমবারের মতো মিস জার্মানি হলেন এক ইহুদী। ২১ বছর বয়সী তামার মোরালি তার এ সাফল্যকে ইসরাইল এবং জার্মানির ইহুদীদের সাফল্য হিসেবেই দেখছেন। তার জন্ম জার্মানির কার্লশ্রুতে। ফ্যাশন ও লাইফস্টাইল তার আগ্রহের বিষয়। ইহুদী পরিচয়ের জন্য গর্বিত জার্মান নাগরিক দেশটির বর্তমান মুক্ত সমাজ ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তবে তিনি এ কথাও বলেছেন নাৎসি জার্মানিতে ইহুদী নিপীড়নের কথা ভুলে যাওয়া উচিত হবে না। -জেরুসালেম পোস্ট
×