ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামাসের অবস্থানে ফের ইসরাইলের বিমান হামলা

প্রকাশিত: ০৩:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

হামাসের অবস্থানে ফের ইসরাইলের বিমান হামলা

ইসরাইল বৃহস্পতিবার গাজায় ফিলিস্তিন ইসলামপন্থী গ্রুপ হামাসের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনী ভূখ- থেকে ইহুদী এ রাষ্ট্রে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ বিমান হামলা চালানো হয়। এএফপি। ইসরাইলী সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কট্টরপন্থী এ গ্রুপের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব সামরিক ঘাঁটি প্রশিক্ষণ ও অস্ত্র গুদাম হিসেবে ব্যবহার করা হয়। গাজা উপত্যকা থেকে ইসরাইলী ভূখ-ে রকেট হামলা চালানোর পর পাল্টা এ বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনী সূত্র জানায়, গাজা উপত্যকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১০ দফারও বেশি বিমান হামলা চালানো হয়েছে। সোমালিয়ায় পুলিশ একাডেমিতে হামলা, নিহত ১৫ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি পুলিশ প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজধানী মোগাদিশুতে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। আলজাজিরা। পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিল এবং তিনি জেনারেল কাহিয়ে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে অনুপ্রবেশ করে ভোরে প্যারেড চলাকালে বিস্ফোরণ ঘটায়। এতে ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এর আগে আমিন এ্যাম্বুলেন্সের পরিচালক আব্দিকাদির আব্দিরহমান জানিয়েছিলেন, পুলিশ একাডেমি থেকে ১৩ লাশ ও আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে গেছেন তারা।
×