ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতি সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয় ॥ সৌদি বাদশাহ

প্রকাশিত: ০৩:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

দুর্নীতি সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয় ॥ সৌদি বাদশাহ

দুর্নীতি সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয়, এছাড়া উন্নয়ন ও প্রবৃদ্ধির বিকাশকে রুদ্ধ করে বলে জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বুধবার জেদ্দায় মজলিশে শূরার বৈঠকে তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে, যাতে রাজ্যের প্রতিটি নাগরিক উন্নয়ন ও রেনেসাঁ উপভোগ করতে পারেন। Ñআরব নিউজ সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে কেন দুর্নীতিবিরোধী কমিটি গঠন করেছেন, তার ব্যাখ্যা দেন তিনি। গত মাসে কমিটি তার কাজ শুরু করেছে। অর্থপাচার, ঘুষ, অর্থলুট ও ব্যক্তিগত স্বার্থে সরকারী অফিস থেকে বিশেষ সুবিধা নেয়ার অভিযোগে এখন পর্যন্ত ৫০০ লোককে গ্রেফতার করা হয়েছে। বাদশাহ সালমান বলেন, তিনি কৃতজ্ঞ যে অল্পকিছু লোক দুর্নীতিতে জড়িত। তারা যা করেছেন, তা তাদের পদমর্যাদা ও আত্মসম্মানবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সৌদি বাদশাহ বর্তমানের উন্নয়ন, ভবিষ্যত গঠনের মাধ্যমে প্রবৃদ্ধি ও আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা এমনভাবে অগ্রসর হব, যেটা ন্যায়নীতির সঙ্গে অসংতিপূর্ণ নয়।
×