ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

বিষয় ॥ জীববিজ্ঞান

প্রকাশিত: ০৭:০৯, ১৪ ডিসেম্বর ২০১৭

বিষয় ॥ জীববিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স ০১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোন গ্যাস? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ০২। শক্তির মূল উৎস কী? উত্তর : সূর্য ০৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়? উত্তর : অঞচ ০৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়? উত্তর : অঞচ ০৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে? উত্তর : শর্করা ০৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী? উত্তর : সালোকসংশ্লেষণ ০৭। বায়োএনার্জিটিক্স এর বাংলা অর্থ লিখ। উত্তর : জীবনীশক্তি ০৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুরো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? উত্তর : জীবনীশক্তি ০৯। শর্করার ইংরেজি নাম কী? উত্তর : কার্বোহাইড্রেট ১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু? উত্তর : প্যারেনকাইমা ১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি? উত্তর : ৪টি ১৩। পানিতে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? উত্তর : ০.৩% ১৪। সালোকসংশ্লেষণের সময় অউচ কী গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ১৫। অঞচ এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? উত্তর : ৭৩০০ ক্যালরি ১৬। স্যার হ্যান্স কে ছিলেন? উত্তর : প্রাণরসায়নবিদ ১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে? উত্তর : জৈব রসায়ন ১৮। অউচ ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? উত্তর : অঞচ ১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি? উত্তর : জলজ উদ্ভিদের ২০। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? উত্তর : ০.০৩% ২১। অঞচ ভেঙ্গে কী উৎপন্ন হয়? উত্তর : অউচ ২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয়? উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র ২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে? উত্তর : পাতায় ২৪। ইরড়ষড়মরপধষ ঈড়রহ এর বাংলা অর্থ কী? উত্তর : জৈবমুদ্রা ২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : ফটোসিনথেসিস ২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় অউচ গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ২৭। সালোকসংশ্লেষণের সময় অউচ সৌরশক্তি গ্রহণ করে অঞচ -তে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ফটোফসফোরাইলেশন ২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে? উত্তর : রাসায়নিকশক্তি ২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে অঞচ -তে পরিণত হয়? উত্তর : অউচ ৩০। অউচ -এর পূর্ণরূপ লিখ। উত্তর : Adenosine diphosphate
×