ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদায় জন রকস্টার

প্রকাশিত: ০৭:০৮, ১৪ ডিসেম্বর ২০১৭

বিদায় জন রকস্টার

জন্ম নিলে চলে যেতে হয়। এমন নির্মম সত্য জেনেও আমরা আগামীর পথে হাঁটি, কারণ চলতে হয়। এটাই বোধহয় জীবনের নিয়ম। জীবন তো ছুটে চলে বহতা নদীর মতো। তবে জীবনের গান কিংবা জীবন থেকে নেয়া নির্মম আর বাস্তব চির সত্য পরিণতিগুলোকে কথার মালায় সাজিয়ে, তাকে সুরের প্রতি দিয়েছে গেঁথে, জীবনের জন্য গাওয়া গানই মানুষ সব সময় মনের ভেতর লালন করে রাখে। ঠিক তেমনি একজন ফ্রান্সের সঙ্গীত জগতের অনন্য নাম জন রক স্টার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সপ্তাহে একটি হাসপাতালে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ফ্রান্সের শতাধিকেরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন জনপ্রিয় এই তারকারা। শুধু তাই নয়, তার গাওয়া এ্যালবাম ১০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তার প্র্রয়াণে গণমাধ্যমে শোকের ছায়া নেমে পড়ে। তার মৃত্যুতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শোক জানিয়েছেন। এক শোকবার্তায় ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, জনি আমাদের সবার মধ্যে বেঁচে থাকবেন। প্রজন্মের পর প্রজন্মের মধ্য দিয়ে সে নিজেকে ফ্রান্সের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার কনসার্টে মানুষ বিমোহিত হতো। ফ্রান্সের নাগরিকরা তাকে ‘আমাদের জনি’ বলে ডাকে। এক বিবৃতিতে তার স্ত্রী লেটিশিয়া জানান, জনি হলিডে আর আমাদের মধ্যে নেই। আমি এই শব্দগুলো লিখছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা সত্য, আমার মানুষটি আর আমাদের মধ্যে নেই। গত রাতে সে আমাদের ছেড়ে চলে গেছে। আনন্দকণ্ঠ ডেস্ক
×