ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরাকণ্ঠে আপেল

প্রকাশিত: ০৬:৫২, ১৪ ডিসেম্বর ২০১৭

সেরাকণ্ঠে আপেল

সংস্কৃতি ডেস্ক ॥ কলেজ থিয়েটার বগুড়ার ফিউশন বাউল দলের অন্যতম কণ্ঠযোদ্ধা আল আমিন ইবনে কবির আপেল ‘ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর সেমিফাইনালে অবস্থান করছে। বগুড়ার সারিয়াকান্দিতে জন্ম নেয়া আপেল বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। কলেজে পড়া অবস্থায় সে যুক্ত হয় কলেজ থিয়েটারের সঙ্গে। কলেজ থিয়েটারের ফিউশন বাউল দলে লালন, হাসন, শাহ আবদুল করিমের গান করে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে প্রশংসিত হয় আপেল। আধুনিক গানেও বেশ দখল রয়েছে তার। তার এই প্রতিভা আজ তাকে নিয়ে গেছে দেশের জনপ্রিয় রিয়েলিটি শো সেরাকণ্ঠের সেমিফাইনালে। তাকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছে কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণিসহ সকল নাট্যকর্মী। এছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খান এবং সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না । তাকে সেমিফাইনাল থেকে ফাইনালে আসতে দর্শকদের সমর্থনও প্রয়োজন হবে। আপেলকে সেমিফাইনাল থেকে গ্রান্ডফাইনালে দেখতে চাইলে ইংরেজীতে এসকে স্পেস এপিএএল লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করা যাবে যতখুশি ততবার যে কোন মোবাইল থেকে। অনুষ্ঠানটি প্রতি সোম এবং মঙ্গলবার সন্ধ্যা ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে।
×