ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ আদালতে ফ্রাঙ্ক রিবেরি

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৭

হঠাৎ আদালতে ফ্রাঙ্ক রিবেরি

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই কোর্টে হাজির হলেন ফ্রাঙ্ক রিবেরি। তার সাবেক প্রতিনিধির করা মামলার বিপক্ষে লড়তেই মঙ্গলবার মিউনিখের একটি আদালতে হাজির হন বেয়ার্ন মিউনিখের এই ফরাসী উইঙ্গার। রিবেরির সাবেক এ্যাজেন্টের দাবি, ফরাসী তারকার কাছে ৩.৫ মিলিয়ন ইউরো পান তিনি। কিন্তু এটাকে অস্বীকার করেছেন ৩৪ বছর বয়সী ফ্রাঙ্ক রিবেরি। তবে ব্রাসেলস থেকে রিবেরির এ্যাজেন্ট মঙ্গলবার উপস্থিত না হতে পারার কারণে এই শুনানি জানুয়ারির ১৬ তারিখ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে মিউনিখের আদালত। এদিকে ফ্র্যাংক রিবেরি এবং আরিয়েন রোবেনকে নিয়ে মৌসুম শেষ হবার আগেই গুরুত্বপূর্ণ আলোচনায় বসার পরিকল্পনা করছে বেয়ার্ন মিউনিখ। ক্লাবের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে এই তথ্য নিশ্চিত করেছেন। কেননা, চলতি মৌসুমের শেষেই এই দুই অভিজ্ঞ তারকার সঙ্গে বেয়ার্নের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জানুয়ারিতে রোবেন ৩৪ বছরে পা রাখতে যাচ্ছেন। গত মাসে অবশ্য তিনি অবসরের বিষয়টি নিয়ে ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন। তবে রিবেরি বলেছিলেন আরও তিন বছর খেলা চালিয়ে যেতে চান তিনি। একই সঙ্গে বেয়ার্নে থেকেই অবসর নিতে চান বলেও জানান তিনি। তবে এ্যালিয়েঞ্জ এ্যারিনাতে থাকতে হলে মূল দলের সদস্য হয়েই থাকতে আশাবাদী রিবেরি। বেয়ার্নের এই ফরাসী তারকা ইতোমধ্যেই সাতটি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন। রোবেন অবশ্য তার চেয়ে একটি কম জিতেছে। উভয় খেলোয়াড়ই ২০১২-১৩ মৌসুমে বেয়ার্নের ট্রেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যে কারণেই বেভারিয়ান জায়ান্টদের হয়ে দু’জনের অবদানকে গুরুত্বের সঙ্গে দেখছেন রুমেনিগে। তিনি বলেন, ‘রিবেরি ও রোবেন উভয়ের এই ক্লাবের হয়ে দারুণ ইতিহাস রয়েছে।
×