ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠুভাবে যুব গেমস আয়োজনে বিওএর প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৭

সুষ্ঠুভাবে যুব গেমস আয়োজনে বিওএর প্রতিশ্রুতি

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২৯ অক্টোবর লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ যুব গেমস্-২০১৮’র বার্তা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ( বিওএ)। ২১ ডিসিপ্লিনে প্রথমবারের মতো অনুর্ধ-১৭ বছরের ক্রীড়াবিদদের জন্য অনুষ্ঠেয় দেশের বৃহত্তম এই ক্রীড়া আসরে ২৩ হাজার ২১০ ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বিওএ। ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং ক্রীড়া সংগঠক মিলে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে উপস্থিতি থাকছে ৪৮ হাজার ১১৮ জন। দেশের সব জেলা, উপজেলা, বিভাগের অংশগ্রহণে এই গেমস আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছে বাংলাদেশ যুব গেমস সাংগঠনিক কমিটি। এই গেমসের ব্যাপকতায় দেশের ২০ খ্যাতনামা ক্রীড়াবিদকে শুভেচ্ছাদূত হিসেবে সম্পৃক্ত করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ৬৪ জেলায় মশাল র‌্যালির মাধ্যমে যুব গেমসের উত্তাপ ছড়িয়ে দেবে বিওএ। প্রতিটি ভেন্যুতে মশাল প্রজ্বলনের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর সব জেলায় একসঙ্গে পর্দা উঠবে যুব গেমসের। ইতোমধ্যে জেলা পর্যায়ে যুব গেমস সুষ্ঠুভাবে আয়োজনে অনুমোদিত বাজেটের ৮০ শতাংশ অর্থ ২ কিস্তিতে ছাড় দেয়া হয়েছে। গত মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটি এবং বিভিন্ন উপ-কমিটিসমূহের সমন্বয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সেরা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, বিওএ সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি; সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, পিএসসি; সাংগঠনিক কমিটির কো-ভাইস চেয়ারম্যান এবং বিওএ সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বাদল রায়, শেখ বশির আহমেদ, নাজিমউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সচিব এবং বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহকারী সাংগঠনিক সচিব ও বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর, নজীব আহমেদ, সমন্বয়কারী সচিব ও বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব), প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউল্লাহ চৌধুরী, সহ বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
×