ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্নলি ১-০ স্টোক সিটি, ক্রিস্টাল প্যালেস ২-১ ওয়াটফোর্ড, হাডার্সফিল্ড ১-৩ চেলসি

ইপিএলে জয়ে ফিরল চেলসি

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৭

ইপিএলে জয়ে ফিরল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেছে সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন চেলসির কোচ এ্যান্টনিও কন্টে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে হারের পরই এই মন্তব্য করেছিলেন তিনি। তারপরই কড়া সমালোচনার মুখে পড়েন ব্লুজদের অভিজ্ঞ কোচ। তবে মঙ্গলবার এ্যাওয়ে ম্যাচে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে হারিয়েই জয়ে ফিরেছে চেলসি। প্রথমার্ধের মাঝামাঝিতে টিয়েমো বাকাইয়োকো প্রথম গোল করে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। মোনাকো থেকে জুলাইয়ে চেলসিতে আসার পর থেকে ফর্মহীনতার কারণে ২৩ বছর বয়সী এই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। এই গোলের সৌজন্যে কিছুটা হলেও সমালোচকদের জবাব দেবার সুযোগ পেয়েছেন বাকাইয়োকো। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ৫০ মিনিটে তার সহায়তায় চেলসির হয়ে তৃতীয় গোল করেন পেদ্রো। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সমান ৩৫ পয়েন্ট অর্জন করেছে কন্টের শিষ্যরা। দিনের অপর ম্যাচে এদিন স্টোক সিটিকে ১-০ গোলে পরাজিত করেছে বার্নলি। সেই সঙ্গে চেলসির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে ওয়াটফোর্ডের সঙ্গে নাটকীয় ম্যাচে একেবারে শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টাল প্যালেস। এই জয়ে প্যালেসের টেবিলের তলানিতে যাওয়া আপাতত বন্ধ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বিস্ময়করভাবে হেরে যায় চেলসি। ১-০ গোলে পরাজিত হবার পরই শিরোপার আশা ছেড়ে দেন কন্টে। প্রিমিয়ার লীগের টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরা আর কোনভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন ব্লুজদের ইতালিয়ান কোচ। ব্যস্ত ডিসেম্বরে চেলসিকে একে একে নয়টি ম্যাচ খেলতে হবে। যা তার অন্যতম কারণ। তবে মঙ্গলবার হাডার্সফিল্ডের বিপক্ষে জয়ের পর যেন বদলে গেছে চেলসির পুরনো চেহারা। ম্যাচটা ছিল হাডার্সফিল্ডের মাঠে। এই ম্যাচে দলে ছিলেন না ১০ গোল করে এখন পর্যন্ত ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করা আলভারো মোরাতা। তবে ইডেন হ্যাজার্ডকে বেশ ভালই সঙ্গ দিয়েছেন পেদ্রো ও উইলিয়ান। এদিন ম্যাচ শুরুর ৬ মিনিটেই সফরকারীদের এগিয়ে যাবার সুযোগ এসেছিল। কিন্তু উইলিয়ানের পাস থেকে পেদ্রোর অবস্থান অফসাইডে ছিল। ম্যাচে এগিয়ে যেতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ব্লুজরা। ২৩ মিনিটে উইলিয়ানের পাস থেকে এগিয়ে আসা গোলরক্ষক হোনাস লোসোলকে ফাঁকি দিয়ে বাকাইয়োকো গোল করেন। ক্রিস লোয়েস লাইনের ওপর থেকে বল ক্লিয়ার করতে গিয়েও ব্যর্থ হন। বিরতির দুই মিনিট আগে বর্তমান চ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করেন। ভিনসেন্ট কোম্পানির ইনজুরির কারণে অস্থায়ী অধিনায়ক সিচজার আজপিলিকুয়েটার দূরপাল্লার পাস থেকে মার্কোস আলোনসোর ক্রসে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করেন উইলিয়ান। ৫০ মিনিটে আবারও আলোনসোর ক্রস থেকে উইলিয়ানের পা ঘুরে ১৮ গজ দূর থেকে চেলসির জয় নিশ্চিত করেন পেদ্রো। টেবিলের ১২তম স্থানে থাকা হাডার্সফিল্ড স্টপেজ টাইমে বদলি খেলোয়াড় ফ্লোরেন্ট হাডারগোনায়ের ক্রস থেকে লরেন্ট ডেপোয়িত্রের সুবাদে এক গোল পরিশোধ করে। ম্যাচ শেষে শিষ্যদের ভূয়সী প্রশংসা করেছেন চেলসির কোচ। এ প্রসঙ্গে এ্যান্টনিও কন্টে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা একটি ভাল জয় ছিল। শুরু থেকেই আমরা ভাল ফুটবল খেলেছি।’ আর হ্যাজার্ড, পেদ্রো এবং উইলিয়ানকে নিয়ে খেলানোর কৌশল প্রসঙ্গে এ্যান্টনিও কন্টে বলেন, ‘আমি এই কৌশলে খেলার সিদ্ধান্ত দিয়েছি। হ্যাজার্ড, উইলিয়ান ও পেদ্রোকে নিয়ে মাঠে নামার ঘটনা এটাই প্রথম নয়। আমি বিশ্বাস করি তাদের নিজেদের মধ্যে দারুণ একটা সমঝোতা তৈরি হয়েছে। তারা একসঙ্গে খুবই ভাল খেলেছে।’
×