ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাটিংয়ে গেইল, বোলিংয়ে সাকিব সেরা

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭

ব্যাটিংয়ে গেইল, বোলিংয়ে সাকিব সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসর শেষ হয়েছে। এ আসরে ব্যাটিংয়ে ক্রিস গেইল সেরার স্থানটি দখল করে নিয়েছেন। বোলিংয়ে সেরা হয়েছেন সাকিব আল হাসান। গেইল ১১ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৩.৮৮ গড়ে ৪৮৫ রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে আছেন গেইল। আর বল হাতে ১৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এবারের আসরে ব্যাটসম্যানদের তালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে, আসর শেষে শীর্ষ ১০ রান সংগ্রাহকের ছয়জন বিদেশী আর চারজন বাংলাদেশী। আর বল হাতে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকার আটজনই দেশী ক্রিকেটার। শীর্ষ রান সংগ্রাহক তালিকায় ৪৮৫ রান নিয়ে শীর্ষে আছেন ক্রিস গেইল। টুর্নামেন্টের শেষদিকে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল। ১১ ম্যাচে ৫৩.৮৮ গড়ে দুই সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরিতে ৪৮৫ রান করেছেন গেইল। ৩৯৬ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকা ডায়নামাইটস ওপেনার এভিন লুইস। আর ৩৬৫ রানে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুরের আরেক ব্যাটসম্যান রবি বোপারা। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। দু’জনের সংগ্রহ যথাক্রমে ৩৩২ ও ৩২৯ রান। শীর্ষ ১০ জনের বাকি পাঁচ ব্যাটসম্যান হলেন-মারলন স্যামুয়েলস (৩২১ রান), লুক রনকি (৩২১ রান), আন্দ্রে ফ্লেচার (৩১৭ রান), মাহমুদুল্লাহ রিয়াদ (৩১২ রান) ও ইমরুল কায়েস (২৯৯ রান)। শীর্ষ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন সাকিব আল হাসান। বল হাতে এই তালিকার শীর্ষে রয়েছেন সাকিব। ১৩ ম্যাচে বাঁহাতি এই স্পিনার ঝুলিতে পুরেছেন ২২টি উইকেট। এক আসরে এর আগে কেভন কুপারই সবচেয়ে বেশি ২২ উইকেট নিয়েছিলেন। সাকিব কুপারকে ছুঁয়েছেন। সাকিবের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৮ উইকেট শিকার করে এই তালিকার দ্বিতীয় স্থানে খুলনার আবু জায়েদ রাহি। ১৬ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লার পাকিস্তানী পেসার হাসান আলী। চতুর্থ স্থানটি নিজের করে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার উইকেট সংখ্যাও ১৬টি। ১৫ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শহীদ আফ্রিদি। শীর্ষ ১০ জনের বাকি পাঁচ বাংলাদেশী বোলার হলেন আবু হায়দার রনি (১৫ উইকেট), মাশরাফি বিন মুর্তজা (১৫ উইকেট), রুবেল হোসেন (১৫ উইকেট), তাসকিন আহমেদ (১৪ উইকেট) ও নাজমুল ইসলাম অপু (১২ উইকেট)। ক্রিস গেইল যদি ফাইনালে ১৮ ছক্কায় অপরাজিত ১৪৬ রানের ঝড়ো ইনিংস না খেলতেন তাহলে হয়তো সাকিবই লীগ সেরা হতে পারতেন। কিন্তু গেইল নিজেকে অন্য উচ্চতাতেই নিয়ে গেছেন। একাই বলতে গেলে ঢাকাকে হারিয়ে দেন। তাতে করে ফাইনালের আগেও যে দুইবার লীগ ম্যাচে এবং একবার এলিমিনেটর ম্যাচে রংপুরকে জেতান সেটি বিবেচনায় গেইলই লীগ সেরা হন। তিনি ব্যাট হাতে আছেন সেরার অবস্থানেই। আর গেইলের কাছে লীগ সেরা হওয়ার সৌভাগ্য হারানো সাকিব বল হাতে শীর্ষে আছেন।
×