ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে রোহিতের আরও একটি ডাবল সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭

ওয়ানডেতে রোহিতের আরও একটি ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ইতিহাসের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালের ৫ জানুয়ারি। ৪৭ বছরে মোট ডাবল সেঞ্চুরির সংখ্যা মাত্র ৭, যার তিনটিই রোহিত শর্মার। ওয়ানডে ইতিহাসের সাত ডাবল সেঞ্চুরির পাঁচটিই এখন ভারতীয়দের। একটি করে শচীন টেন্ডুলকর ও বীরেন্দর শেবাগের, বাকি দু’জন ক্রিস গেইল ও মার্টিন গাপটিল। বহুল আলোচিত বিয়ের জন্য ছুটিতে বিরাট কোহলি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হারের জবাবটা রোহিত এভাবে দেবেন কে ভেবেছিল? বুধবার মোহালির দ্বিতীয় ম্যাচে খেললেন অপরাজিত ২০৮ রানের অতিমানবী আরও একটি ইনিংস। দলকে ৩৯২ রানের চূড়ায় তুলে নাড়িয়ে দিলেন রেকর্ড বইয়ের অনেক পরিসংখ্যান। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডটাও রোহিতের দখলে, শ্রীলঙ্কারই বিপক্ষে, কলকাতায় ২০১৪ সালে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা। শুরুতে কিন্তু রোহিতের এমন বিস্ফোরক ব্যাটিংয়ের ইঙ্গিত ছিল না। হাফ সেঞ্চুরি করেন ৬৫ বলে। ১৬তম ওয়ানডে সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে। কিন্তু সেঞ্চুরির পর ধারণ করলেন রুদ্ররূপ। গুঁড়িয়ে দিলেন শ্রীলঙ্কার বোলিং আক্রমণ। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি যেতে লাগল মাত্র ৩৬ বল। শেষ পর্যন্ত ১৫৩ বলে ১৩ চার ও ১২ ছক্কায় অপরাজিত ২০৮। অতিকায় এই ইনিংসটিও রোহিতের ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ রান! ওয়ানডেতে যে তার আছে আরও ২৬৪ ও ২০৯ রানের দুটি ইনিংস। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি একসময় ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। বৃত্ত ভেঙ্গে প্রথম দুই শ’র সীমানায় পা রাখেন গ্রেট শচীন টেন্ডুলকর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোয়ালিয়রে করেছিলেন ১৪৭ বলে অপরাজিত ২০০। ২০১১ সালে সেই রেকর্ড ভেঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্দোরে বীরেন্দর শেবাগ করেন ১৪৯ বলে ২১৯। ২০১৩ সালে কাছে গিয়েও রেকর্ডটি ভাঙ্গতে পারেননি রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে করেন ১৫৮ বলে ২০৯। পরের বছর ২১০৪ সালে ঠিকই শেবাগকে পেছনে ফেলে আরও অনেকদূর এগিয়ে যান রোহিত। শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় খেলেন ১৭৩ বলে ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুইয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রান করেন ক্রিস গেইল। ওই বিশ্বকাপেই গেইলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্টিন গাপটিল করেন ১৬৩ বলে অপরাজিত ২৩৭। এবার সেই স্বাদ আরও একবার পেলেন রোহিত। তৃতীয় ডাবল সেঞ্চুরিতে গড়লেন নতুন ইতিহাস। ছাড়িয়ে গেলেন নিজেকেই। বিরাট কোহলি ছুটিতে থাকায় এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত। অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি ছিল আগে কেবল শেবাগের। সেই ম্যাচে শেবাগও ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। বছরটাই দুর্দান্ত যাচ্ছে রোহিতের। ২০ ম্যাচে ১২৮৬ রান করে ফেলেছেন। এর মাঝে ১১ ইনিংসেই পেরিয়েছেন হাফ সেঞ্চুরি। এর ৬টিকেই তিন অঙ্কে রূপ দিয়েছেন। ৯৯.৬১ স্ট্রাইক রেটে ৭৫.২৩ গড়ে রান তোলা এক ব্যাটসম্যানের জন্য এই ডাবল সেঞ্চুরি বছরের সবচেয়ে মধুরতম সমাপ্তিই বলা চলে। প্রিয় কোহলির আলোচিত বিয়ের উপহারও হয়তো। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। ১৭৩ ম্যাচে করেছেন ৬৪১৭ রান। ৬৮টি২০তে ১৪৮৫ ও ২৩ টেস্টে ১৪০১।
×