ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭

বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি টাইগার ক্রিকেটের সাফল্যটা ইর্ষণীয়। তবে আরও বেশি করে টেস্ট ম্যাচ না পাওয়ার আক্ষেপ ছিল মুশফিকুর রহীম, সাকিব আল হাসানদের কণ্ঠে। সেই আক্ষেপের অবসান হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর বাংলাদেশই সবেচেয় বেশি টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে। ২০১৯ থেকে ২০২৩ মৌসুমে মোট ৩৫টি টেস্ট খেলবে টাইগারা। এই পরিকল্পনা ৯টি টেস্ট খেলুড়ে দল ও ওয়ানডে লীগ মাথায় রেখেই করা হয়েছে। বিষয়গুলো প্রস্তাবিত হওয়ায় এখনও আনুষ্ঠানিক অনুমোদন বাকি। ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহীদের সভায় উপস্থাপনের পর জুনেই হয়তো চূড়ান্ত রূপ দাঁড়াবে এই পরিকল্পনার। এটা প্রস্তাবিত পরিকল্পনা হলেও আপাতদৃষ্টিতে তেমন কিছুই যে হবে সেটা এক প্রকার আনুমান করাই যায়। হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে শক্তিধর সব দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলারই সুযোগ পাবে বাংলাদেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। ২০১৯ সালের মে মাসে মর্যাদার ওই টুর্নামেন্টের আগে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। এফটিপি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে মোট ১৩টি টেস্ট ও ১৫ ওয়ানডে ও ৪টি টি২০ খেলবে টাইগাররা। টেস্ট খেলুড়ে যে দলগুলো ১০ বছরের মধ্যে নিজেদের মধ্যে অন্তত দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে তাদের নিয়ে ফিউচার ট্যুর প্রোগ্রাম সাজিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে দুইদেশের মধ্যকার ক্রিকেট বোর্ড সমঝোতায় পৌঁছলে এফটিপির বাইরেও সিরিজ খেলতে পারবে দু’দল। এফটিপি সিডিউল অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত একটি সময় কাটাবে টাইগাররা। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ২০১৮ শুরু করবে সাকিব-মুশফিক-তামিমরা। বছরের শুরুতে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট ও ১ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি২০ খেলবে বাংলাদেশ দল। আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম-বাংলাদেশ। ওই সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে মাশরাফি-সাকিব-মুশফিকরা। এরপর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাঠে ওই সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১টি টি২০ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৯ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুইয়ে। ওই সময় সফরকারীদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যাক টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফরে এসে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে উপমহাদেশীয় ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তান। সবমিলিয়ে এফটিপিতে বেশি ম্যাচই পাচ্ছে বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করে নেয়া বাংলাদেশ।
×