ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারের সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

সরকারের সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ডিসেম্বর ॥ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে। বুধবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ১২তম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেক সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। সমাবর্তনে ১৫শ’ ৮০ গ্রাজুয়েটসকে সনদপত্র প্রদান করা হয়। সেরা ফলাফলের জন্য দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ৩০ শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়।১২তম সমাবর্তনে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টির চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব প্রমুখ উপস্থিত ছিলেন। কালিয়াকৈরে দগ্ধ নারী শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে কসমেটিক্স তৈরির কারখানায় গ্যাসের সিলিন্ডার নয়, কেমিকেলের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা- ও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন অভিজ্ঞরা। কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা-ের ওই ঘটনায় দগ্ধদের মাঝে এক নারীশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহতের নাম শেফালী আক্তার (৩০)। সে কালিয়াকৈর উপজেলার পলাশতলী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনকাফনের জন্য নিহতের পরিবারকে আর্থিক অনুদান ঘোষণা করেছে। এছাড়াও দগ্ধ ও আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
×