ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাত

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর ॥ উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। জানা যায়, বাকিবিল্লাহর কন্যা সাওদা আক্তারকে বুধবার আচারগাঁও জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিকেল ৪ টার দিকে বখাটে মিয়াদ হোসেন প্রকাশ্যে ছুরিকাঘাত করে। এতে ছাত্রীটিকে গুরুতর আহত অবস্থায় নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে জমি অধিগ্রহণের টাকা হস্তান্তর নিজস্ব সংবাদদতা, ঠাকুরগাঁও, ১৩ ডিসেম্বর ॥ জেলায় নতুন একটি কারাগার নির্মাণের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ বাবদ ৫৯ কোটি টাকার মধ্যে বুধবার আনুষ্ঠানিকভাবে ৪২ কোটি ৭৫ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। কিছু জমির মালিকানার বিষয়টি নিষ্পত্তি হলে অবশিষ্ট টাকা ছাড় করা হবে। বুধবার বিকেলে সদর উপজেলার সিংগিয়া গ্রামে (যুব অধিদফতর ভবনের পাশে) কারাগারের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ২৭ জমির মালিকের হাতে এই টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।উল্লেখ্য, দুই বছর আগে ঠাকুরগাঁও জেলা কারাগার বর্তমান স্থান থেকে শহরের দক্ষিণে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পাশে সিংগিয়া মৌজায় স্থানান্তরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়।
×