ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনজীবীকে জরিমানা করায় বদলি

প্রকাশিত: ০৬:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৭

আইনজীবীকে জরিমানা করায় বদলি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে-১ আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় আইনজীবী সমিতির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে বদলি করা হয়েছে। বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায় মঙ্গলবার তার আদালতে একটি মামলার শুনানিকালে অপর মামলার আইনজীবী নিরোদ বিহারী রায় উপস্থিত থাকলে একপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) উক্ত আইনজীবীকে এজলাস ত্যাগ করার আদেশ প্রদান করেন। এই আদেশের প্রতিবাদ করে আইনজীবী নিরোদ বিহারী বলেন, আমি একটি মামলার জন্য আপনার এজলাসে উপস্থিত হয়েছি। আমাকে এজলাস থেকে বের করে দেয়ার অধিকার রাখেন না। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে আইনজীবী নিরোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ দিনের কারাদ- প্রদানের রায় দেন। আইনজীবী তাৎক্ষণিক জরিমানা প্রদান করে রশিদ গ্রহণ করেন। আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনাটি জানতে পেরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমাম আলী সমিতির জরুরী বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবারের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানীকে প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হলে রংপুর বিভাগীয় কমিশনারের আদেশে বুধবার বিরোদা রানীকে তাৎক্ষণিক কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় বদলি করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে অধ্যাপক আবু আহমেদ সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। এছাড়া আবদুল ওয়াজেদ কচি সহ-সভাপতি, গোলাম সরোয়ার যুগ্ম সম্পাদক, রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন অর্থ সম্পাদক, আমিনা বিলকিস ময়না সাহিত্য সম্পাদক, আহসানুর রহমান রাজীব দফতর সম্পাদক ও আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, অসীম বরণ চক্রবর্তী, কৃষ্ণ মোহন ব্যানার্জি ও আমিনুর রশিদ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পরীক্ষার সময়সূচী স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষার সংশোধিত সময়সূচী ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবং তা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
×