ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যুব মহিলা লীগের কমিটি গঠন

প্রকাশিত: ০৬:৩২, ১৪ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে যুব মহিলা লীগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সদর উপজেলা যুব মহিলা লীগের ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে ওই কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়। এতে মৌসুমী রেজা বৃষ্টিকে আহ্বায়ক এবং শ্রীমতি মমতা গুপ্তা, শিপনা আক্তার, দিলরুবা, শিরিন সুলতানা ও ফেরদৌসীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ওই কমিটিতে শর্মিলী দাস মিলি, শিউলী খানম, লাইলী বেগম ও ডলি আক্তারকে সদস্য করা হয়েছে। যুব মহিলা লীগের কেন্দ্রীয় সম্পাদক শামসুন্নাহার রতœার সভাপতিত্ব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান হাবিব, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান প্রমুখ। উত্তরা গণভবনের হারিয়ে যাওয়া সিন্দুক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ ডিসেম্বর ॥ দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন থেকে খোয়া যাওয়া রাজার আমলের একটি সিন্দুক উদ্ধার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের মাঝপাড়ার আলেফ প্রামাণিকের কাছ থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার অভিযানে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, নেজারত ডেপুটি কালেক্টরেট অনিন্দ ম-লসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে উত্তরা গণভবনের আশপাশে বেশ কয়েকটি বাড়িতে হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সাভারে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ, স্বর্ণালঙ্কারসহ অনুমান ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় পৌরসভার ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান শিপলুর বাড়িতে এ ঘটনা ঘটে। শিপলু জানান, রাত আড়াইটার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী রুবিনা আক্তারসহ সন্তানদের জিম্মি করে ডাকাতরা আলমারি ভেঙ্গে ৬ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোনসহ অনুমান ১৫ লাখ টাকার মাল লুট করে।
×