ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে অঘোষিত অবরোধ

প্রকাশিত: ০৬:৩২, ১৪ ডিসেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে অঘোষিত অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৩ ডিসেম্বর ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলায় সস্ত্রাসীদের ভয়ে দুইটি উপজেলায় বিগত চারদিন ধরে অঘোষিত অবরোধ চলছে। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে রাঙ্গামাটি শহরে এসে আশ্রয় নিয়েছে। অবরোধের কারণে জেলার গুরুত্বপূর্ণ জুড়াইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধের ফলে ওই দুই উপজেলায় ৪ দিন ধরে কোন ধরনের নৌযান চলাচল করছেনা। যার কারণে উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা জানান। উল্লেখ্য, ওই উপজেলায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌপথ । এই নৌপথ বন্ধ থাকায় এলাকাবাসী বিপাকে পড়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে জুড়াইছড়ি যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে একই সময়ে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাসেল মারমাকে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করে এবং ৬ ডিসেম্বর শহরে মহিলা আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা চাকমাকে কুপিয়ে জখম করে । এই তিন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে জেএসএস ও পিসিপি ১৯ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে জুড়াইছড়ি ও বিলাইছড়ি আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের ১৭৫ নেতাকর্মী ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। এর পর গত রবিবার থেকে এই উপজেলায় অঘোষিতভাবে অবরোধ চলছে বলে এলাকাবাসী জানায়। মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বিশ^বিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সকালে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি
×