ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

প্রকাশিত: ০৬:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত ওই যুবকের নাম নাশরাফ হোসেন ওরফে আবু। তিনি গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ঘটনার তিনদিন পর মঙ্গলবার রাতে সাড়ে ১২টার দিকে বিএসএফের ৪ ব্যাটালিয়নের সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিএমসি সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে আবুর লাশ হস্তান্তর করে। ডিএমসি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পাওয়ার পর রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, শনিবার রাতে সীমান্তে গরু আনতে যান আবু ও তার চাচাতো ভাই এশারুল ইসলাম ওরফে মিঠুসহ আরও কয়েকজন রাখাল। ওই দিন তারা তারকাঁটার বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। জাতীয় পতাকা বিক্রি করে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ ডিসেম্বর ॥ জাতীয় পতাকা বিক্রি করে মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করছে স্কুলছাত্র রবিউল। বিজয় দিবসকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ওয়ালী উল্লাহ খালাসী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পতাকা বিক্রি করছে। রবিউল জানান, ওয়ালী উল্লাহ খালাসী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। পরীক্ষা শেষে মানুষের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য সিদ্ধান্ত নেই জাতীয় পতাকা বিক্রির। আট হাজার টাকার জাতীয় পতাকা কিনে এ মাসের শুরুতে আমতলীতে আসি। আমতলী উপজেলার বিভিন্ন অলিগলি ও গ্রামগঞ্জে সারাদিন বিভিন্ন ধরনের জাতীয় পতাকা বিক্রি করি।
×