ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘প্রযুক্তিনির্ভর দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে’

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৭

‘প্রযুক্তিনির্ভর দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে’

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ ডিসেম্বর ॥ জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের সমাজ ও নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোকে আলোকিত করে একটি জ্ঞান ও প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হওয়ার যে লড়াই সেই লড়াইয়ে সরকারের হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের কাজ করতে হবে। ‘দুর্নীতি আড়াল করতেই বিএনপির বিক্ষোভ’ স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের জন্য নয়, বরং তাদের দুর্নীতিকে আড়াল করতেই বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বিএনপির দুর্নীতি আজ বিশ্ব মিডিয়ায় প্রচারিত। সৌদি আরবসহ বিশ্বের ১২টির মতো দেশে তাদের অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। তাদের এই দুর্নীতি এবং অবৈধ সম্পদকে আড়াল করতেই তারা বিক্ষোভ ডেকেছে। কিন্তু জনগণ তাদের এই বিক্ষোভে কোথাও সাড়া দেয়নি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজš§ লীগের ডাকা বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×