ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অনন্য স্বীকৃতি উদ্যাপন করল সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৭

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অনন্য স্বীকৃতি উদ্যাপন করল সেনাবাহিনী

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গৌরবময় অর্জনকে সেনাবাহিনী মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এটি বাঙালী জাতির এক অনন্য অর্জন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের উপস্থিতিতে সেনাবাহিনীতে কর্মরত সামরিক ও অসামরিক সদস্যগণ তাদের পরিবারবর্গসহ এবং ঢাকা ও মিরপুর এলাকার সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজসমূহের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং শিক্ষকম-লী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সরকার জাতির এ গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্যাপনের পরিকল্পনা গ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা, মিরপুর এবং পোস্তগোলা সেনানিবাসে সকল ফরমেশন/ইউনিট/সংস্থা একত্রিতভাবে উক্ত অর্জনকে উদ্যাপন করা হয়। - আইএসপিআর
×