ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরা ডাকসু নির্বাচন করব ইনশাআল্লাহ ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৭

আমরা ডাকসু নির্বাচন করব ইনশাআল্লাহ ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘আমরা ডাকসু না হওয়ার ২৭ বছরের সংস্কৃতি হতে বেরিয়ে আসতে চাই। আমরা ডাকসু নির্বাচন ইনশাআল্লাহ করব।’ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০১৭ সালের কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সাংবাদিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সামাজিক মাধ্যম বনাম মূলধারার গণমাধ্যম শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাসসের সিনিয়র রিপোর্টার খাইরুজ্জামান কামাল, ডুজার সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সদ্য সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। কামরুজ্জামান সভাপতি শহীদুল সাধারণ সম্পাদক আইন সমিতি নির্বাচন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে এ্যাডভোকেট কামরুজ্জামান আনসারীকে সভাপতি ও নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম ফারুককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ২০১৭-২০১৮ মেয়াদে দায়িত্ব পালন করবে। গত ৮ ডিসেম্বর ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনের বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ শাহজাহান সাজু (জেলা জজ) নির্বাচিতদের নাম ঘোষণা করেন। সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন- এ্যাডভোকেট মোঃ শফিউল আলম, সাবেক জেলা জজ নুরুন্নাহার ওসমানী, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার, এ্যাডভোকেট মনজুর মোঃ শাহ নেওয়াজ টিপু ও বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মতিউর রহমান। -বিজ্ঞপ্তি
×