ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদুরের বিরুদ্ধে জয়পুরহাট ও ফরিদপুরে মামলা

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৭

মাহমুদুরের বিরুদ্ধে জয়পুরহাট ও ফরিদপুরে মামলা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৩ ডিসেম্বর ॥ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কটূক্তি করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আওয়মাী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক জয়পুরহাট খবরের সম্পাদক এস এম সোলায়মান আলী বাদী হয়ে বুধবার মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আদালতের বিচারক ইকবাল বাহার বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমকে নির্দেশ দিয়েছেন। নিজস্ব সংবাদদাতা জানান, ফরিদপুরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের (৬৫) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার জেলার এক নম্বর আমলী আদালতে এ মানহানির মামলাটি দায়ের করেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান (৫০)। বাদী পক্ষের কৌঁসুলি বিলম তুলশীয়ান বলেন, আদালতের বিচারিক হাকিম মো. মাসুদ আলী ৫০০/৫০১/৫০২/৫০৫ ধারায় দায়ের করা মামলাটিকে আমলে নিয়ে তদন্ত করার জন্য ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার। মামলার এজাহারে বলা হয়, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মানহানিকর উক্তি এবং অপমানজনক বক্তব্য প্রদান করেছেন। হবিগঞ্জ : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জে ৫শ’ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
×