ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতের বিচারকরা হুকুম মানতে বাধ্য হবেন ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৭

নিম্ন আদালতের বিচারকরা হুকুম মানতে বাধ্য হবেন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত গেজেটের কারণে, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালায় বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন থেকে বিচারকদের চাকরি বাঁচাতে সরকারের সব অন্যায় আবদার শুনতে হবে। বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন নিম্ন আদালতের বিচারকরা সরকারের হুকুম মানতে বাধ্য হবেন। এর ফলে বিচারকরা সবসময় আতঙ্কে থাকবেন এবং নির্বাহী বিভাগের অন্যায় আবদার শুনতে হবে। এতে ন্যায়বিচার কালেরগর্ভে হারিয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ নিয়ে সুপ্রীমকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তার পরিপন্থী। এমনকি সংবিধানেরও পরিপন্থী। এ শৃঙ্খলাবিধির কারণে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের মৃত্যু ঘটেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা বিঘিœত হবে। অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে বনানীতে রাজউকের উচ্ছেদ স্টাফ রিপোর্টার ॥ অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক। রাজউকের অঞ্চল-৪ (গুলশান, মহাখালী, পূর্বাচল) এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কর্তৃক এ অভিযান চালানো হয়েছে । সরকারী কর্মচারী আইনের খসড়া প্রণয়নে টিআইবির সন্তোষ স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ‘সরকারী কর্মচারী আইন-২০১৭’ এর খসড়া প্রণয়ন করায় সন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে কর্মচারীদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে খসড়া আইনটির কিছু বিধান পুনর্বিবেচনা এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
×