ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মগবাজার ফ্লাইওভারে চলন্ত গাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৭

মগবাজার ফ্লাইওভারে চলন্ত গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর চলন্ত অবস্থায় একটি গাড়িতে আগুন লেগেছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১২ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। সেলুনে আগুন লেগে দগ্ধ ৩ ॥ মগবাজারের দিলু রোডে একটি সেলুনে অগ্নিকা-ের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মোঃ সোহেল (২৫), শওকত (৩২) এবং নয়ন (২৭)। এদের মেধ্য সোহেলের শরীরের ১৮ শতাংশ, শওকতের ১৩ শতাংশ এবং নয়নের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। জাানা গেছে, তারা দিলু রোডের ফেনী হেয়ার কাটিং সেলুনে কাজ করেন। ঘটনার পরপরই রহমান নামে এক ব্যক্তি রাত দেড়টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেলুনের পাশ দিয়ে গ্যাসের লাইন মেরামতের কাজ চলছিল। রাতে সাড়ে ১২টার দিকে দোকানের ভেতর তারা কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালিয়েছিল। এতে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে আগুন ধরে যায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। এ সময় তারা দগ্ধ হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন শিকদার জানান, রাত আড়াইটার দিকে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় রাত তিনটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
×