ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতি বৃষ্টিতে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ডিসেম্বর ২০১৭

অতি বৃষ্টিতে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ অতিবৃষ্টির কারণে এবছর চা উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। গত বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছিল। এবার বৃষ্টির কারণে বিভিন্ন বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চা গাছে মড়ক দেখা দেয়ার পাশাপাশি চা পাতা সংগ্রহে বিঘœ সৃষ্টি হয়। এ অবস্থায় আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই শিল্পকে টিকিয়ে রাখতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব সংশ্লিষ্টদের। এ মাসের শেষ সপ্তাহে পাতা তোলার মধ্য দিয়ে চলতি চা মৌসুম শেষ হচ্ছে। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই নয় মাস চা উৎপাদনের মৌসুম। চলতি মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ কোটি কেজি। কিন্তু চলতি মৌসুমে বছরজুড়ে অতিবৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ থেকে ১৫ ভাগ চা কম উৎপাদন হয়েছে। গতবছর রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছিল, যার পরিমাণ প্রায় ৮ কোটি ৫০ লাখ কেজি। শ্রীমঙ্গল টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘অতিবৃষ্টি হয়েছে যেটা চায়ের জন্য উপযোগী না।
×