ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিম্নমানের প্লাস্টিক পণ্য নিয়ন্ত্রণের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ডিসেম্বর ২০১৭

নিম্নমানের প্লাস্টিক পণ্য নিয়ন্ত্রণের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নকল ও নিম্নমানের প্লাস্টিকপণ্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হচ্ছে। মানহীন নকল প্লাস্টিকপণ্যের উৎপাদক ও বিক্রয়কারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এ খাতের শীর্ষ সংগঠন বিপিজিএমইএ। বুধবার সকালে লালবাগস্থ সাগুণ কমিউনিটি সেন্টারে বিপিজিএমইএ’র ক্রোকারিজ ও টয়েজ স্ট্যান্ডিং কমিটি এর যৌথ উদ্যোগে ‘নকল প্রতিরোধ ও প্লাস্টিক সেক্টরের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপিজিএমইএ’র সভাপতি মোঃ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের এডিসি কামাল হোসেন, এসি লালবাগ মোঃ সালাহউদ্দিন, এসি চকবাজার সিরাজুল ইসলাম। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বিপিজিএমইএ সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, মোঃ ইউসুফ আশরাফ, উপদেষ্টা সিরাজউদ্দিন মালিক, ব্যবসায়ী নেতা আব্দুস সালাম, শফি মাহমুদ, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক ও দেলোয়ার হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন বিপিজিএমইএ সহসভাপতি কে এম ইকবাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন, সকলের সহযোগিতার কারণে এ্যাসোসিয়েশন আজ এ পর্যায়ে এসেছে। প্লাস্টিক সেক্টরের অব্যাহত অগ্রযাত্রার বিবরণ দিয়ে বলেন, প্রায় ৫ হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেক্টরে। ১২ লাখ লোক এই শিল্পের উপর নির্ভরশীল।
×