ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎপাদন ব্যয় কমায় মুনাফায় জেমিনি সী ফুড

প্রকাশিত: ০৫:৫০, ১৪ ডিসেম্বর ২০১৭

উৎপাদন ব্যয় কমায় মুনাফায় জেমিনি সী ফুড

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) পণ্য বিক্রয়ের পরিমাণ কমেছে। তবে উৎপাদন ব্যয় আরও বেশি কমেছে। যাতে মোট মুনাফা বেড়েছে। তারপরেও কোম্পানিটির পরিচালন ব্যয় বৃদ্ধিতে নিট মুনাফা কমেছে। এছাড়া সুদজনিত ব্যয় বৃদ্ধিও নিট মুনাফা হ্রাসের অন্যতম কারণ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানিটির ৩৫ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪৫ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ৯ কোটি ৯০ লাখ টাকার বা ২২ শতাংশ। এদিকে আগের বছরের ১ম প্রান্তিকের বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ৪৩ কোটি ৯ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৯৪ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ২ কোটি ৭৭ লাখ টাকা। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের বিপরীতে ৯২ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ৩৩ কোটি ১০ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ৮ লাখ টাকা বা ৩ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয় কমলেও পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ৬৫ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৮৪ লাখ টাকা। আর ৯২ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর বেড়ে হয়েছে ১ কোটি ১ লাখ টাকা। কোম্পানিটির ১ম প্রান্তিকে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৭ লাখ টাকা বা শেয়ার প্রতি ৪.০৮ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৮ লাখ টাকা বা শেয়ার প্রতি ৭.৯৮ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ২১ লাখ টাকা বা ২৪ শতাংশ।
×