ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজকের বিষয় : একদিন পরই পুঁজিবাজারে সূচক কমল

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৭

আজকের বিষয় : একদিন পরই পুঁজিবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বুধবার ডিএসইতে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৭ কোটি ৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৪৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সূচকের এই ঊর্ধ্বগতি আর অব্যাহত থাকেনি। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়ার, স্কয়ার ফার্মা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, মিরাকল ইন্ড্রাস্টিজ, ব্র্যাক ব্যাংক ও বেক্সিমকো ফার্মা । দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো: ফাইন ফুড, মিরাকল ইন্ড্রাস্টিজ, আরডি ফুড, সালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, বিএসআরএম লিমিটেড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও আনালিমা ইয়ার্ন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো: স্ট্যান্ডার্ড সিরামিক, কে অ্যান্ড কিউ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঝিল বাংলা সুগার, বিডি থাই, মডার্ন ডাইং, মিথুন নিটিং, আইসিবি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও আইএসএন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: বিএসআরএম লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক, জেনারেশন নেক্সট ফ্যাশন ও কেয়া কসমেটিক।
×