ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী। বুধবার সকাল সাতটার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনামাসনা এলাকার আব্দুল মজিদ মোল্লার স্ত্রী আসিয়া বেগম (৫৫), নওগাঁর সাপাহার উপজেলার টিলাদিঘীর আলিমুদ্দীনের ছেলে হারুন অর রশিদ (৫০) ও পোরশা উপজেলার বন্দাপাড়া এলাকার সৈকত আলীর ছেলে শুভ (২৮)। এদের মধ্যে নিহত শুভ দুর্ঘটনাকবলিত হৃদয় ট্রাভেলসের সহকারী ছিলেন। ঘটনাস্থলেই মারা যান শুভ। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসিয়া বেগমের। দুপুর ১২টার দিকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে মারা যান একই দুর্ঘটনায় আহত হারুন। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, ঘটনাস্থল থেকে নিহত শুভর মরদেহ থানায় নেয়া হয়েছে। এছাড়া নিহত হারুন ও আসিয়া বেগমের মরদেহ রয়েছে হাসপাতাল মর্গে। দমকল কর্মীদের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকাল সাতটার মাটিকাটা ডিগ্রী কলেজ অতিক্রম করছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একতা ট্রাভেলসের যাত্রীবাহী ওই বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারালে বিপরীতগামী হৃদয় ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চট্টগ্রামে শ্রমিক ও যুবক ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, হাটহাজারী নন্দিরহাট এবং নগরীর দুই নম্বর গেট এলাকায় সংঘটিত পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে। এদিকে, নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বর্জ্যবাহী একটি গাড়ির ধাক্কায় মোঃ শুভ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে। নিহত শুভ কুমিল্লার বুড়িচং এলাকার সুমনের পুত্র। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মাগুরায় ব্যবসায়ী ॥ নিজস্ব সংবাদদাতা মাগুরা জানান, মাগুরাÑঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার রামনগর সড়ক দুর্ঘটনায় আফসার সর্দার (৫৭) নামে এক খড় ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত আফসার সর্দার মাগুরার শালিখা উপজেলা উজগ্রামের লোহাই সর্দারের ছেলে। টাঙ্গাইলের নারী ॥ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছে। নিহতের নাম লিপি আক্তার (৩০)। বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি আক্তার কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের সাইদুল হকের স্ত্রী। মহেশখালীতে স্কুলছাত্রী ॥ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মহেশখালী কালারমারছড়া চালিয়াতলী স্টেশনে ডাম্পার চাপায় সুমাইয়া জন্নাত দিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী উত্তর নলবিলা এলাকার নুরুল আবছারের কন্যা ও চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলপ্রার্থী। বগুড়ায় আরোহী ॥ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বুধবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকায় বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৬৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দাউদকান্দিতে ছাত্রী ॥ নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুরে চট্টগ্রামগামী লরি চাপায় রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণীর ছাত্রী আফরিন জুই (১০) নিহত ও চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ সাব্বির (৮) এবং মাইক্রোবাস চালক মোঃ হুসেন (২৫) গুরুতর আহত হয়েছে।
×