ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনার আঞ্জুসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনার আঞ্জুসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার আটপাড়ার হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০) সহ দুই আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করার মতো ছয়টি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এ মামলার সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য ৮ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটের খান আশরাফ আলীসহ ১৩ আসামির মধ্যে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশগুলো প্রদান করেছেন। এ সমম প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আশরাফসহ ১৩ আসামির মধ্যে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি। এর আগে ২৮ মার্চ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর সাত অপরাধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) প্রসিকিউশন টিম থেকে দাখিল করা হয়।
×