ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দারিদ্র্য বিমোচন উদ্যোগ ॥ সরকারের অধীনে ১৪৫ নিরাপত্তা বেষ্টনী পরিচালিত হচ্ছে

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিরাপত্তা কর্মসূচীর মধ্যে আনতে হবে

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৭

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিরাপত্তা কর্মসূচীর মধ্যে আনতে হবে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহের লক্ষ্য হওয়া উচিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দারিদ্র্যাবস্থা থেকে মুক্তি দেয়া। কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে সরকারের ঘোষিত ‘ভিশন ২০২১’-এর সমন্বয় প্রয়োজন। বুধবার সামাজিক নিরাপত্তা কর্মসূচী বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, মাঠ পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। সেজন্য অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে আয়বৃদ্ধিমূলক কার্যক্রমে অন্তর্ভুক্তি ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ভিশন, ইউরোপিয়ান ইউনিয়ন ও খাদ্য অধিকার বাংলাদেশ সম্মিলিতভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকারের অধীনে বর্তমানে ১৪৫টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যকম পরিচালিত হচ্ছে। সরকার চেষ্টা করছে সবগুলো কর্মসূচীর সমন্বয়সাধনের জন্য। তিনি আরও বলেন, সে লক্ষ্যেই জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল বা এনএসএসএস। বর্তমান সরকার একটি ভিশনারি সরকার, আমরা যথাযথভাবেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই, সেজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিকল্প নেই। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (কর্মসূচী) ও অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ ইউসুফ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচী) এম খালিদ মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি এম ম্যানফ্রেড ফার্নহোলজ্ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এ অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বাস্তবায়ন ও নীতি সংক্রান্ত বিষয়ে সম্পাদিত গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ শাহান। সম্মেলনের ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের অভিজ্ঞতা ও সুপারিশ’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়রে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ আতাহার হোসেন ও মন্ত্রিপরিষদ বিভাগের সামাজিক নিরাপত্তা শাখার ফোকাল মোহাম্মাদ শহীদুল ইসলাম। এই অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক ইফসুফ আলী। ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচীর নীতিগত সীমাবদ্ধতা ও বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে নাগরিক সংলাপ’ শীর্ষক তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মুহম্মদ হিলালউদ্দিন। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এই অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিএম এ্যান্ড ভিএসের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
×