ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পেটানো মামলা

ভূমিমন্ত্রীর ছেলে তমাল জেলে

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

ভূমিমন্ত্রীর ছেলে তমাল জেলে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ ডিসেম্বর ॥ চার সাংবাদিক পেটানো মামলায় ভূমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমালের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার দুপুরে পাবনা আমলি আদালত-১-এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে সকাল থেকেই আদলত চত্বর ভিড় জমায় তমালের সমর্থকরা। তারা আদালত চত্বরে দফায় দফায় মিছিল শুরু করলে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়। ভূমিমন্ত্রীপুত্র তমালকে বহনকারী গাড়ি আদালতে ঢোকার মুখে পুলিশ তাকে গ্রেফতার করতে উদ্যোগ নিলে দুই পুলিশ সদস্যকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আদালতে প্রবেশ করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তমালকে বহনকারী গাড়িটি দ্রুত গতিতে পুলিশকে ধাক্কা দিয়ে আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় ওই গাড়ির আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে এ মামলার প্রধান আসামি শিরহান শরীফ তমাল পাবনার আমলি আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
×