ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিকটিম প্রসূতি মাকসুদাকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৭

ভিকটিম প্রসূতি মাকসুদাকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সন্তান প্রসবের সময় প্রসূতির পেটে গজ রেখে অস্ত্রোপচারের ঘটনায় ভিকটিম মাকসুদাকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় নিরাময় ক্লিনিকের মালিককে দিতে হবে ৪ লাখ টাকা এবং ভুয়া চিকিৎসক রাজন দাস ওরফে অর্জুন চক্রবর্তীকে দিতে হবে বাকি ৫ লাখ টাকা। রাষ্ট্রীয় ও সামাজিক প্রেক্ষাপটে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজনীয়তা থাকলেও এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এমনকি নিজ স্বার্থ রক্ষা ও ক্ষমতা প্রদর্শনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনটির অপব্যহার করছেন। সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জনের সঙ্গে হাতাহাতি এবং পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজার ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের বিষয়ে আদেশের পর্যবেক্ষণে আদালত এমন মন্তব্য করেন আদালত। শেখ মুর্শিদুল ইসলাম এবং মোহাম্মদ নুরুজ্জামান আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন। এদিকে ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য ভারতের সঙ্গে ৫ রুটে বাস অপারেটর নিয়োগে দেয়া বিআরটিসির টেন্ডার প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা তুলে নিয়েছেন হাইকোর্ট। এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গবর্নিং বডির (পরিচালনা পর্ষদ) কার্যক্রম স্থগিত থাকবে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন।
×