ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাঙর রক্ষায় ড্রোন

প্রকাশিত: ০৫:১৮, ১৪ ডিসেম্বর ২০১৭

হাঙর রক্ষায় ড্রোন

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতগুলোতে উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করে হাঙর রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। যাতে পানির নিচের প্রাণীগুলোকে দ্রুত শনাক্ত করা যায় এবং পাশাপাশি সাঁতারু ও সার্ফাররা হাঙরের আক্রমণের শিকার হওয়া থেকে রক্ষা পায় তারও ব্যবস্থা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ড্রোনগুলোর ক্যামেরা উন্নত করা হয়েছে। এতে সমুদ্রের বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদকে আলাদাভাবে শনাক্ত করা গেছে। -এএফপি বিল পরিশোধ করবে সরকার ভারতের রাজধানী দিল্লীর স্থানীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তারা সড়ক দুর্ঘটনা, পুড়ে যাওয়া ও এসিড হামলায় আক্রান্তদের হাসপাতালের বিল পরিশোধ করবে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্তটি মঙ্গলবার গৃহীত হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের কোন বাড়তি ব্যয় করতে হবে না। প্রস্তাবটি এখন গবর্নর অনিল বাইজালের কাছে পাঠানো হয়েছে। গবর্নর বিলটিতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। -সিনহুয়া
×