ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কয়লা কেলেঙ্কারি

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রীসহ চারজন দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৫:১৭, ১৪ ডিসেম্বর ২০১৭

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রীসহ চারজন দোষী সাব্যস্ত

ভারতে কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়াসহ চারজন। বুধবার দিল্লীতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত কোড়াকে দোষী সাব্যস্ত করে। আজ বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা করা হবে। -খরব জি নিউজের। কয়লা দুর্নীতিতে মধু কোড়া ছাড়াও সাবেক কয়লাসচিব এইচ সি গুপ্তা, ঝাড়খন্ডের সাবেক মুখ্যসচিব অশোক কুমার বসু ও আরও একজনকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি ভগৎ পরাশর। দোষীদের সবাইকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। দোষীদের বিরুদ্ধে কোটি কোটি রুপী কয়লা কেলেঙ্কারিতে অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার কথা জানায় আদালত। তবে এই মামলায় আদালত অন্য অভিযুক্ত কলকাতাভিত্তিক ভিনি আয়রন এ্যান্ড স্টিল উদয়গ লিমিটেড (ভিসুল) কোম্পানির ডিরেক্টর বৈভব তুলসিয়ানসহ দুজন সরকারী কর্মকর্তা বসন্ত কুমার ভট্টাচার্য, বিপিন বিহারি সিং ও চার্টার্ড একাউন্ট্যান্ট নবীন কুমার তুলসিয়ানকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। ২০০৭ সালের আট জানুয়ারি ঝাড়খন্ডের উত্তর রাজহরায় কয়লা ব্লক বণ্টনে অনিয়মের অভিযোগ ওঠে। ভিসুলকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা পাইয়ে দেয়ায় অভিযুক্ত হন মধু কোড়া।
×