ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব হেরে যাচ্ছে

প্রকাশিত: ০৫:১৬, ১৪ ডিসেম্বর ২০১৭

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব হেরে যাচ্ছে

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব হেরে যাচ্ছে। ধনী দেশগুলোর নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘আমরা এ বিষয়ে যথেষ্ট অগ্রসর হইনি। আমাদের এখনই কাজ শুরু করতে হবে।’ ৫০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণে প্যারিসে শুরু হওয়া ‘ওয়ান প্লানেট’ শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। -ইয়াহু নিউজ। প্যারিস সম্মেলনে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করা হয়নি। সম্মেলনের শ্লোগান হিসেবে এবার ‘মেক আওয়ার প্ল্যানেট গ্রেট এগেইন’ কথাটি নেয়া হয়েছে। ট্রাম্প সবসময়ই জলবায়ু পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে এসেছেন। তার মতে, এটি এক ‘হেঁয়ালি’। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, ট্রাম্পের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। তার মতে, জলবায়ু পরিবর্তন বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত খুবই কঠোর সিদ্ধান্ত এবং বেসরকারী খাতকে আরও ভয়াবহ করে তুলবে। এবারের জলবায়ু সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো না হলেও যুক্তরাষ্ট্রের ১৮ জন বিজ্ঞানী, গবেষক ও খ্যাতিমান ব্যক্তি এতে অংশ নিয়েছেন। যারা ট্রাম্পের চিন্তাধারার সঙ্গে একমত নন। এদের মধ্যে রয়েছে বিখ্যাত কম্পিউটারবিজ্ঞানী বিল গেটস। রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ম্যাক্রোঁ বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে সহায়তায় ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বিশ্বের কোম্পানিগুলোকেও এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। ম্যাক্রোঁ বলেন, ‘আমরা যদি এগিয়ে না আসি, আমাদের আচরণ কিংবা সিদ্ধান্তে পরিবর্তন না আনি তাহলে আমাদের জন্য লাখ লাখ লোক ভোগান্তির শিকার হবে। ভবিষ্যত প্রজন্ম আমাদেরই দায়ী করবে।’ এবারের সম্মেলনে একটি যুগোপযোগী সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এবারের সম্মেলেনে ফ্রান্স ১২ দফা কর্মসূচী ঘোষণা করবে। এগুলো অবশ্য আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এর মধ্যে ৩শ’ কোটি ডলারের একটি তহবিল গঠনের কথা রয়েছে। মরুকরণ প্রক্রিয়া রোধ এবং কার্বনবিহীন অর্থনীতিতে উত্তরণের কাজে ব্যয় করা হবে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এখনই যেসব দেশ বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদের সহায়তার জন্য সরাসরি কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি। এর আগে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে ২০২০ সালের পর প্রতি বছর ১০ হাজার কোটি ডলার করে দেয়ার কথা বলা হয়েছিল। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলো অবকাঠামো ও অর্থনীতি উন্নয়নে এই অর্থ ব্যয় করবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর গ্রিন ক্লাইমেট ফান্ডে অর্থ দেয়ার প্রতিশ্রুতি থেকেও সরে গেছে।
×