ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের জন্য বড় আঘাত ॥ এক দশকে প্রথম সিনেট আসনটি হাতছাড়া

আলাবামায় ডেমোক্র্যাট প্রার্থী জয়ী

প্রকাশিত: ০৫:১৫, ১৪ ডিসেম্বর ২০১৭

আলাবামায় ডেমোক্র্যাট প্রার্থী জয়ী

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিত সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ডাগ জোনস। তিনি রিপাবলিকান পার্টির রয় মুরকে হারিয়ে দিয়েছেন। রয় মুরের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ছিল, যা তার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় আঘাত বলে অনেকে মত প্রকাশ করেছেন। এএফপি ও গার্ডিয়ান। আলাবামা রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার সিনেট আসনটি হাতছাড়া হওয়ার ফলে কংগ্রেস কর সংস্কার আইন পাস করা ট্রাম্পের জন্য কঠিন হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জোনস খুব অল্প ব্যবধানে মুরকে পরাজিত করেন। এক দশকের মধ্যে সেখানে এই প্রথম কোন ডেমোক্র্যাট জিতলেন। মুরের বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি দুজন নারী অভিযোগ করেছেন কিশোরী থাকা অবস্থায় তারা মুরের যৌন হয়রানির শিকার হয়েছিলেন। মুর অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আলাবামায় বরাবরই তীব্র রাজনৈতিক বিভেদ বিদ্যমান। এক্সিট পোলে দেখা গেছে, ৯৫ শতাংশ আফ্রিকান-আমেরিকান জোনসকে ভোট দিয়েছেন। অন্যদিকে শ্বেতাঙ্গদের ভোট পেয়েছেন মাত্র ২৭ শতাংশ। শ্বেতাঙ্গরা মূলত রিপাবলিকান সমর্থক। পল্লী এলাকায় শ্বেতাঙ্গদের সংখ্যা বেশি। কিন্তু এবারের নির্বাচনে আফ্রিকান-আমেরিকান ভোটার টার্নআউট বেশি হওয়ায় শ্বেতাঙ্গ ভোট ব্যাংক নিয়েও সাবেক বিচারক মুর সুবিধা করতে পারেননি। রাজ্যের ম্যাডিসন কাউন্টিতে মুর সবচেয়ে বেশি ৫৭ ভাগ ভোট পান, জোন্স পান ৪০ ভাগ। ওই কাউন্টিতে উচ্চ শিক্ষিত শ্বেতাঙ্গ ভোটারের সংখ্যা বেশি। এছাড়া এটি যুক্তরাষ্ট্রে বিমান নির্মাণ শিল্পেরও অন্যতম ঘাঁটি। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সেখানে ৫৫-৩৮ ইলেক্টোরাল ভোটে জেতেন। নির্বাচনে জয়লাভের পর মঙ্গলবার রাতে উৎফুল্ল জনতার উদ্দেশে জোনস বলেন, আজকের দিনটির জন্য আমি জীবনভর অপেক্ষা করেছি। আলাবামার জনগণ যতটা দ্বিধাবিভক্ত তার চেয়ে বেশি তারা ঐক্যবদ্ধ। তিনি বলেন এটি তার বা মুরর মধ্যে লড়াই নয়। বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্মান, মর্যাদা ও আইনের শাসনের লড়াই। জোনসের এই জয়ের ফলে সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা ৫১-৪৯ এ নেমে আসল। যদিও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা এখনও বজায় আছে কিন্তু কর্পোরেট কর হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিল পাস করানো এখন তাদের জন্য কঠিন হবে। রিপাবলিকান দলে ইতোমধ্যে বব কোর্কার নামে একজন সদস্য পক্ষ ত্যাগ করেছেন। মুরের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর দলের সদস্যরা তার থেকে দূরত্ব বজায় রেখে চললেও ট্রাম্প তাকে সমর্থন করেছেন এবং তার পক্ষে টুইটারে প্রচার চালিয়েছেন। টুইটারে ট্রাম্প বলেন, জোনস তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়েছেন।
×