ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইপিএলে আজ ম্যানসিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি, লিভারপুল ওয়েস্ট ব্রমউইচের, টটেনহ্যাম ব্রাইটনের এবং আর্সেনাল মুখোমুখি ওয়েস্টহ্যাম ইউনাইটেডের

ইতিহাসে চোখ গার্ডিওলার

প্রকাশিত: ০৭:১৪, ১৩ ডিসেম্বর ২০১৭

ইতিহাসে চোখ গার্ডিওলার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আজ আবারও মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ডার্বি জয়ের পর দারুণ ফুরফুরে মেজাজে থাকা পেপ গার্ডিওলার শিষ্যদের সামনে বাধা আজ সোয়ানসি সিটি। এই ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে সিটিজেনরা। আর্সেনালের টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা পেপ গার্ডিওলার ম্যানসিটি। এছাড়াও আজ মাঠে নামছে লিভারপুল, এভারটন, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং এভারটনের মতো দলগুলো। সফল এক কোচের নাম পেপ গার্ডিওলা। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার কোচ হিসেবে অসাধারণ সব সাফল্যের গল্প রচনা করেন তিনি। তবে মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে রচিত সেইসব চিত্রনাট্য এখন শুধুই অতীত স্মৃতি। সাফল্যকে কিন্তু সঙ্গে নিয়েই হাঁটছেন সাবেক বার্সিলোনার এই স্প্যানিশ কোচ। কাতালান ক্লাবটি ছেড়ে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখেও দারুণ সময় কাটিয়েছেন তিনি। যদিওবা গত মৌসুমেই বুন্দেসলিগা ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শুরুটা চমকপ্রদভাবেই করেছিলেন গার্ডিওলা। শুরুর সেই ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেননি তিনি। যে কারণেই প্রথম মৌসুমে কোন শিরোপার দেখা পায়নি তার দল। তবে চলতি মৌসুমেই বিশ্ব ফুটবল দেখছে সিটিজেনদের রাজত্ব। প্রিমিয়ার লীগ কিংবা চ্যাম্পিয়ন্স লীগ সব জায়গাতেই উড়ছেন গার্ডিওলার শিষ্যরা। গত রবিবার ম্যানচেস্টার ডার্বিতেও জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওল্ডট্র্যাফোর্ডে গার্ডিওলার দল ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে টানা ১৪ ম্যাচে জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়ে ম্যানসিটি। তাদের আগে ২০০২ সালে এই রেকর্ড গড়েছিল আর্সেনাল। গার্ডিওলার শিষ্যদের সামনে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি। প্রিমিয়ার লীগে ম্যানসিটিকে আজ আতিথ্য দিবে সোয়ানসি সিটি। এই ম্যাচ জিতলেই প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১৫ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে। শুধু তাই নয় প্রিমিয়ার লীগ পুনরুদ্ধারেও একধাপ এগিয়ে যাবে ম্যানচেস্টার সিটি। কেননা মৌসুমের প্রথম ১৬ ম্যাচ থেকে তাদের দখলে এখন ৪৬ পয়েন্ট। দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহে ৩৫ পয়েন্ট। অর্থাৎ পয়েন্ট ব্যবধান ১১। যেভাবে ছুটছে পেপ গার্ডিওলার দল, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে লীগ শিরোপা জেতাটা এখন সিটিজেনদের জন্য কেবলই সময়ের ব্যাপার। শুধু লীগে কেন? উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও দুর্বার মেসি-ইনিয়েস্তাদের সাবেক কোচ পেপ গার্ডিওলা। গ্রুপের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জিতেই গ্রুপপর্বের টিকেট নিশ্চিত করে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড স্বাগত জানাবে এফসি বোর্নমাউথকে। ওয়েইন রুনির এভারটন খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। জার্গেন ক্লপের লিভারপুল স্বাগত জানাবে ওয়েস্ট ব্রমউইচকে। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা সফর করবে ওয়েস্টহ্যাম। এছাড়াও সাউদাম্পন লিচেস্টার সিটির এবং টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে ব্রাইটনের।
×