ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ নিশ্চিত করে ইতিহাস গড়তে চান লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা, অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার ভারত

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৭:১৩, ১৩ ডিসেম্বর ২০১৭

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ। বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে ঘিরে ভারতজুড়ে চলছে অন্যরকম এক উৎসব। আর মাঠের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জের মুখে রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনির দল। ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে লজ্জার হারের পর তিনি ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই রোহিতের নেতৃত্বাধীন স্বাগতিকদের সামনে। অন্যদিকে প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজজয়ের হাতছানি থিসারা পেরেরার শ্রীলঙ্কার সামনে। মোহালিতে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা বারোটায়। ওদিকে ধর্মশালায় প্রবল বৃষ্টির কারণে লঙ্কান ক্রিকেটারদের মোহালিতে এসে পৌঁছাতে একদিন বিলম্ব হয়। একের পর এক দুর্ধর্ষ সব প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার পর এই সিরিজে ভারই ছিল নিশ্চিত ফেবারিট। তবু সতীর্থদের সতর্ক করে দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত, ‘ধর্মশালার ম্যাচ আমাদের চোখ খুলে দিয়েছে, এদিন নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি আমরা। তবে পরের ম্যাচ থেকে লড়াইয়ে ফিরবে ভারত।’ ভারতীয় দলের চেনা-পরিচিত মেজাজটাই যেন হারিয়ে গিয়েছে হঠাৎ করে। যে দল শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে আধিপত্য নিয়ে হারিয়েছিল সেই শ্রীলঙ্কার কাছেই প্রথম ওডিআইতে ১১২ রানে গুটিয়ে গিয়েছে ভারত। হারতে হয়েছে ৭ উইকেটে। ধর্মশালায় হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে মোহালিতে সমতা ফেরাতে মরিয়া ভারত। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা এখনও মোহালিতে পৌঁছতে না পারলেও সোমবার সকালেই মোহালিতে এসেছে ভারতীয় দল। প্রথমদিন বিশ্রাম নেয়ার পর আজ পুরোদমে অনুশীলন করে টিম ইন্ডিয়া। ধর্মশালার হারকে ভুলে মোহালিতে জয়ের রাস্তায় ফিরতে বদ্ধপরিকর টিম-ইন্ডিয়া। সূত্রের খবর, দলে দু’টি পরিবর্তন আনতে চলেছে ভারত। প্রথম ম্যাচে রান না পাওয়া মনীষ পাে র জায়গায় দলে ঢুকতে চলেছেন অজিঙ্কা রাহানে এবং মোহালি উইকেটের বাউন্সকে মাথায় রেখে কুলদীপ যাদবের পরিবর্তে দলে ঢুকতে পারেন সিদ্ধার্থ কাউল। অন্যদিকে নিজেদের দল অপরিবর্তিতই রাখছে শ্রীলঙ্কা। উইনিং কম্বিনেশন ভাঙ্গতে নারাজ শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক থিসারা পেরেরা বলেন, ‘সিরিজ জেতার দারুণ সুযোগ এটা আমাদের কাছে। এমন বিদেশী দল কমই আছে যারা ভারতে এসে সিরিজ জিতেছে।
×