ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭

টুকরো খবর

দুই জেএমবি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ ডিসেম্বর ॥ সোমবার রাত ১০টার দিকে আত্রাই উপজেলায় জিহাদী বইসহ নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি, ডিএসবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাশিয়াবাড়ি সুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আত্রাই উপজেলার নওদুলী গ্রামের মোঃ রবিউল আওয়াল রিপন (৩২) এবং ভরতেঁতুলিয়া গ্রামের পারভেজ গাদ্দাফি। পুলিশ জানায়, জেএমবির ২ সদস্য নাশকতার উদ্দেশ্যে একটি গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইবিতে শিবির নেতাকে পুলিশে সোপর্দ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আব্দুল মোত্তালেব নামে এক শিবির নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। সে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং জিয়া হলের সাবেক হল সভাপতি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, সে পরীক্ষা দিয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন থেকে যাওয়ার সময় ডায়না চত্বরে যুবায়ের, রিওন, বিপুল, শিমুল, শোয়েব, মোস্তফাসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী তাকে মারধর করে। পরে সেখান থেকে প্রক্টরের নিকট নেওয়ার সময় অনুষদ ভবন থেকে পালাতে চেষ্টা করে। এসময় ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া করে ৩য় তলার একটি কক্ষে আবারও মারধর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান তাকে সেখান থেকে নিয়ে যায়। শত্রুতার বলি দেড় শতাধিক কলাগাছ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে শত্রুতার জের ধরে রাতের আধারে বাগানের দেড় শতাধিক কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে বিষয়টি টেরপান বাগান মালিক। পরে বাগান মালিক মোজাহার আলীর ছেলে মতলেব উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত জমির মালিক মতলেব উদ্দিন বলেন, বাসুদেবপুর রেল লাইনের পাশে এক ব্যক্তির জমি বর্গা নিয়ে তিন মাস আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। সেখানে দেড় শতাধিক গাছ রোপণ করা হয়। তবে সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সব কলাগাছ কেটে সাবাড় করা হয়েছে। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী মতলেব উদ্দিনের। ছয় ছিনতাইকারী আটক নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ ডিসেম্বর ॥ মাইক্রোবাস ছিনতাই করে পালানোর সময় ছিনতাইচক্রের ছয়জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নাজমুল শেখ, আরিফুল ইসলাম সুমন, আওয়াল, রিপন শেখ, হাসান আলী শরিফুল ইসলাম। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ছিনতাইকারীর একটি দল ঢাকা যাওয়ার কথা বলে সিরাজগঞ্জ সদর থেকে আরফি হোসেনের মাইক্রোবাস ভাড়া করে। রাত সাড়ে এগারোটায় তারা মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কড্ডা এলাকার জাহান ফিলিং স্টেশনের কাছে এসে চালকের হাত পা বেঁধে মাইক্রোবাস নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
×