ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারা গেছে কুমিল্লা চিড়িয়াখানার সেই সিংহ যুবরাজ

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৭

মারা গেছে কুমিল্লা চিড়িয়াখানার সেই সিংহ যুবরাজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ ডিসেম্বর ॥ কুমিল্লা চিড়িয়াখানার সেই সিংহ যুবরাজ মারা গেছে। মঙ্গলবার সকালে কুমিল্লা চিড়িয়াখানায় তার মৃত্যু হয়। সিংহটি দীর্ঘদিন ধরে মুমূর্ষু অবস্থায় ছিল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। যুবরাজের ময়নাতদন্তের জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বিকেলে চিড়িয়াখানার বন্দী থাকা ওই খাঁচার কাছে তাকে গর্ত করে মাটিচাপা দেয়া হয়। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ‘যুবরাজ সিংহটি দীর্ঘদিন মুমূর্ষু অবস্থায় ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, একটি সিংহ সাধারণত ১৪ বছর বাঁচে, যুবরাজের বর্তমান বয়স ১৮ বছর। এটি মূলত তার বাড়তি জীবনকাল অতিবাহিত করেছে। মঙ্গলবার সেটি মারা যায়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মান্নানের নেতৃত্বে এটির ময়নাতদন্তের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’ জানা যায়, কুমিল্লা চিড়িয়াখানায় নেই উল্লেখযোগ্য পশু-পাখি। যে কয়েকটি পশু-পাখি আছে তাও মুমূর্ষু প্রায়। অধিকাংশ খাঁচা শূন্য। একটু বৃষ্টি হলে চিড়িয়াখানা ডুবে যায়, ডুবে যায় এর প্রবেশ পথও। এতে দর্শনার্থী কমে গেছে। গত পাঁচ বছর ধরে এমন দুরবস্থা কুমিল্লা চিড়িয়াখানার। কেরানীগঞ্জে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ কেরানীগঞ্জের আটি জয়নগরে সোমবার রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে একদল ডাকাত ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৮০ ভরি স্বর্ণালংকার লুট করে। বাড়ির গৃহকর্ত্রী বিধবা লুৎফর নাহার জানান, ৩০/৩৫ জন মুখোশধারী ডাকাত রাত ৩টার দিকে তাদের দ্বিতীয় তলা বাড়িতে ঢুকে পড়ে। নিচতলার জানালার গ্রীল কেটে বাড়িতে ঢোকে।
×